আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামের জমিদার এর্শাদ আলী সরকারের বংশধর এয়ার আলী খানের কনিষ্ঠ পুত্র, আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মরহুম আতাউর রহমান খান কায়সারের ছোট ভাই তারিকুল ইসলাম খান গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নানিল্লাহে….রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে যান। গতকাল শুক্রবার বাদে এশা নগরীর চন্দনপুরাস্থ বংশাল বাড়ি মসজিদে নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য, মরহুম তারিকুল ইসলাম খান আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খানের ছোট চাচা। তিনি চট্টগ্রাম ক্লাবের সাবেক চেয়ারম্যান, রোটারি ক্লাবের প্রেসিডেন্ট, মা ও শিশু হাসপাতালসহ অনেক সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। তাঁর ইন্তেকালে আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি গভীর শোক প্রকাশ করেছেন।