চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা প্রায়শই বলে থাকেন চট্টগ্রাম থেকে ক্রীড়াবিদ তৈরি করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। তবে এবারের প্রিমিয়ার ডিভিশন এবং প্রথম বিভাগ ক্রিকেট লিগের দিকে তাকালে সেটা দৃশ্যমান হবে না। কারণ এবারের প্রিমিয়ার এবং প্রথম বিভাগ ক্রিকেট লিগকে এক রকম চট্টগ্রামের লিগ না বলে বাইরের লিগ বললে ভুল হবে না। কারণ এবারে চট্টগ্রামের লিগে খেলবে রেকর্ড সংখ্যক চট্টগ্রামের বাইরের ক্রিকেটার। গত রোববার সিজেকেএস ক্রিকেট কমিটির সভায় চূড়ান্ত হয়েছে কেমন হবে এবারের ক্রিকেট লিগের খেলোয়াড় তালিকা। যেখানে প্রিমিয়ার লিগের প্রতি ম্যাচে একাদশে থাকতে পারবে ছয় জন চট্টগ্রামের বাইরের ক্রিকেটার আর প্রথম বিভাগ লিগে প্রতি ম্যাচের একাদশে থাকতে পারবে চারজন চট্টগ্রামের বাইরের ক্রিকেটার। আর তাতেই স্বভাবতই প্রশ্ন জাগে কিভাবে চট্টগ্রাম থেকে ক্রিকেটার বেরিয়ে আসবে। নিজেদের লিগেই যদি খেলতে না পারে তাহলে ক্রিকেটার তৈরি হবে কোথা থেকে।
চট্টগ্রামের প্রিমিয়ার লিগে সবশেষ গত আসরেও প্রতিটি দলের একাদশে ছিল দুইজন করে চট্টগ্রামের বাইরের ক্রিকেটার। আর এবারে সেটা বাড়িয়ে করা হয়েছে ছয়জনে। যেখানে চট্টগ্রামের ক্রিকেটাররা হয়ে গেছে সংখ্যালঘু। চার বছর আগে প্রথম বিভাগ লিগে একজন করে চট্টগ্রামের বাইরের ক্রিকেটার খেলার সুযোগ পেতো। এবারে সেটা করা হয়েছে চারজনে। অথচ প্রথম বিভাগ লিগকেই ক্রিকেটার বের করে আনার মঞ্চ হিসেবে দেখা হতো। এখন সে মঞ্চেও পারফর্ম করবে চট্টগ্রামের বাইরের ক্রিকেটাররা। ফলে কর্মকর্তাদের ক্রিকেটার সৃষ্টির বুলি কেবল বুলিতেই পরিণত হলো। ক্রিকেট কমিটির সভার সিদ্ধান্ত মতে প্রিমিয়ার ডিভিশন লিগের দল গুলো স্থানীয় ২০ জনের পাশাপাশি চট্টগ্রামের বাইরের দশ জন ক্রিকেটার রেজিস্ট্রেশন করাতে পারবে। আর প্রতি ম্যাচে যে ছয়জন ক্রিকেটার খেলবে তার মধ্যে ঢাকা প্রিমিয়ার লিগের থাকতে পারবে কেবল দুইজন। বাকিরা প্রথম বিভাগ লিগ বা অন্য জেলার লিগের হতে হবে। অপরদিকে প্রথম বিভাগ লিগে স্থানীয় বিশ জনের পাশাপাশি বাইরের সাত জন রেজিস্ট্রেশন করাতে পারবে। আর প্রতি ম্যাচে যে চারজন খেলবে তাদের মধ্যে ঢাকা প্রিমিয়ার লিগের কেউ খেলতে পারবে না। চট্টগ্রামের তরুণ ক্রিকেটাররা যেখানে গত দুই বছরেরও বেশি সময় অন্তত প্রথম বিভাগ লিগে খেলার জন্য অপেক্ষা করছিল সেখানে তাদের স্বপ্নে বড় ধাক্কা দিল জেলা ক্রীড়া সংস্থা। বিপিএলের মত আন্তর্জাতিক আসরে যেখানে দল সমূহে তিনজন কিংবা চারজন বিদেশী ক্রিকেটার খেলার সুযোগ রাখা হয়েছে সেখানে চট্টগ্রামের লিগে চট্টগ্রামের বাইরের ক্রিকেটার খেলবে ছয়জন। নিশ্চয়ই বিপিএলের চাইতেও আকর্ষনীয় হবে এই লিগ। নাহয় এত চট্টগ্রামের বাইরের ক্রিকেটার কেন খেলাতে হবে এক ম্যাচে।
এরই মধ্যে প্রিমিয়ার এবং প্রথম বিভাগ লিগের দিন ক্ষণও ঠিক করে ফেলেছে জেলা ক্রীড়া সংস্থা। আগামী ২ থেকে ৬ জানুয়ারী সবকটি বিভাগের ক্রিকেটারদের দল বদল অনুষ্ঠিত হবে। আগামী ২০ জানুয়ারী মাঠে গড়াবে লিগ। তেমন সিদ্ধান্ত আপাতত নিয়ে রেখেছে জেলা ক্রীড়া সংস্থা। এবারের লিগে ঢাকার ক্রিকেটার বাড়ানোর পাশাপাশি লিগের ম্যাচেও করা হয়েছে কাট ছাট। আগের সরাসরি লিগ এবারে থাকছেনা। প্রিমিয়ার ডিভিশন লিগের ১২টি দল খেলবে গ্রুপ লিগ ভিত্তিতে। যেখানে প্রতিটি গ্রুপে থাকবে ছয়টি করে দল। গ্রুপ লিগ শেষে দুই গ্রুপের পয়েন্ট তালিকার উপরের দুটি করে চারটি দল খেলবে সুপার ফোর পর্বে। যেখান থেকে চ্যাম্পিয়ন রানার্স আপ নির্ধারিত হবে। আর দুই গ্রুপের শেষের দুটি করে চারটি দল খেলবে রেলিগেশন পর্বে। অপরদিকে প্রথম বিভাগ লিগের ১৬টি দলকে করা হবে চার গ্রুপ। গ্রুপ পর্ব শেষে চার গ্রুপের শীর্ষ চারটি দল খেলবে সুপার ফোর পর্বে। আর শেষের চারটি দল খেলবে রেলিগেশন পর্বে। একদিকে চট্টগ্রামের লিগে চট্টগ্রামের ক্রিকেটারদের খেলার সুযোগ করা হয়েছে সীমিত। অপরদিকে লিগের ম্যাচ সংখ্যা কমিয়ে আরো সংকোচিত করা হয়েছে চট্টগ্রামের ক্রিকেটারদের প্রতিভা বিকাশের পথ। আর এভাবে চলতে থাকলে হয়তো এক সময় চট্টগ্রাম থেকে ক্রিকেটার বেরিয়ে আসার রাস্তাটা একেবারেই বন্ধ হয়ে যাবে। আর এ ধরনের সিদ্ধান্তকে চট্টগ্রামের ক্রিকেটের জন্য চরম ক্ষতিকর হিসেবে দেখছেন চট্টগ্রামের সাবেক এবং বর্তমান ক্রিকেটাররা। অন্তত প্রথম বিভাগ লিগে চট্টগ্রামের বাইরের চারজন ক্রিকেটার খেলানোর কোন যৌক্তিকতা খুজে পাচ্ছেননা তারা। হয়তো কর্মকর্তারাই এতে ভাল কিছু দেখছেন। যা দিয়ে উন্নয়নের শিখরে পৌছে যাবে চট্টগ্রামের ক্রিকেট।