চট্টগ্রাম ক্রিকেট অ্যাকাডেমির (সিসিএ) নতুন পরিচালনা কমিটি গঠন হয়েছে। গত ৪ ডিসেম্বর সিসিএ’র প্রতিষ্ঠাতা সাইফুল্লাহ্ চৌধুরীর সভাপতিত্বে অভিভাবকদের এক সভায় বিগত কমিটির সহসভাপতি ইঞ্জিনিয়ার মোস্তাক আহমেদকে সভাপতি এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সানু বিশ্বাস (চন্দন) কে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যবিশিষ্ট সিসিএ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যগণ হচ্ছেন : সহ সভাপতি : সাজেদুল আলম চৌধুরী (মিল্টন),
শফিকুল হক ও মো. নাসির খান, যুগ্ম সম্পাদক শওকত আজাদ ও সরওয়ারউদ্দিন চৌধুরী, অর্থ সম্পাদক মো. ফয়েজুল্লাহ্ (সুমন), সাংগঠনিক সম্পাদক: দাউদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক শারমিন নাহিদা জাহান, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক: আনোয়ার হোসেন উজ্জ্বল, সদস্য: মো. ফরিদুল আলম, ইঞ্জিনিয়ার কাজল রায়, কাজী আরিফুল ইসলাম, হাবিবুর রহমান খান, মো. ফরিদ উদ্দিন কাওসার খান ও সাইফুল্লাহ্ চৌধুরী (প্রধান নির্বাহী)। সিসিএ’র গভর্নিং বডির নির্দেশনায় নবগঠিত কমিটি আগামী ১১ ডিসেম্বর প্রথম সভায় নিজেদের কর্মসূচি ঘোষণা করবে। প্রেস বিজ্ঞপ্তি।