চট্টগ্রাম কোর্ট বিল্ডিং চত্বরে স্মাইল ট্রেনের ভ্রাম্যমাণ তথ্য সেবা কেন্দ্র

| মঙ্গলবার , ২১ অক্টোবর, ২০২৫ at ৫:৪৯ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক দাতা সংস্থা স্মাইল ট্রেনের জন্মগত ঠোঁটকাটাতালুকাটা ও মাড়ি কাটা রোগীদের বিনামূল্যে চিকিৎসা বিষয়ে চট্টগ্রাম কোর্ট বিল্ডিং চত্বরে ভ্রাম্যমাণ তথ্য সেবা কেন্দ্র স্থাপন করা হয়। ভ্রাম্যমাণ তথ্য সেবা কেন্দ্র পরিচালনা করেন প্রজেক্ট কোঅর্ডিনেটর মো. সাফায়াত খান। এই সময় উপস্থিত ছিলেন শিশুর হাসি সামাজিক সংস্থার জেলা প্রতিনিধি মো. আরাফাত এলাহি। তথ্য সেবা কর্মসূচি পরিদর্শন করেন অ্যাডভোকেট সেকেন্দার মো. বাদশা, অ্যাডভোকেট আবু তাহের, অ্যাডভোকেট মোস্তফা নুর,অ্যাডভোকেট আকবর মাহামুদ বাবর, অ্যাডভোকেট সরোয়ার লাভলু, আশরাফুল রহমান,অ্যাডভোকেট জামাল হুসাইন, অ্যাডভোকেট আরিফ ভূঁইয়া, সহকারী প্রশাসনিক কর্মকর্তা এম এ হাশেম আকাশ, শাহাদাত হোসেন, মাসুদ রানা, শেখ শাহাদাত হোসেন, মো. নাছির উদ্দীন প্রমুখ।এই সময় কোর্ট বিল্ডিং ও জেলা প্রশাসক কার্যালয়ে আগত জনসাধারণকে জন্মগত ঠোঁটকাটাতালুকাটা ও মাড়ি কাটা রোগীদের বিনামূল্যে চিকিৎসা বিষয়ে সচেতন করা হয়। চট্টগ্রাম মা শিশু ও জেনারেল হাসপাতালে প্রতি বৃহস্পতিবারে এ ধরনের সমস্যাগ্রস্ত রোগীদের হাসপাতালে থাকা, অপারেশন ও ওষুধপত্রসহ যাবতীয় সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। এ ধরনের রোগী থাকলে হট লাইন নাম্বারসমূহে ০১৮২৫৪৪২৩২২, ০১৮৭৩০৩৩৯৭০ যোগাযোগের জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভিন্ন আয়োজনে শান্ত-হৃদয়দের রানে ফেরানোর চেষ্টা
পরবর্তী নিবন্ধদীঘিনালায় সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান