চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার এলাকায় ব্যাপক গোলাগুলির শোনা গেছে। শুক্রবার (৯ আগস্ট) দুপুর থেকে কারাগার এলাকায় গুলির শব্দ শোনা যায়।
এ বিষয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মঞ্জুর হোসেন জানান, কিছু বিশৃঙ্খল পরিস্থিতি ঠেকাতে কারারক্ষীরা ফাঁকা গুলি করেছেন। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কারাগারের অভ্যন্তরে আর বাইরে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন।
স্থানীয়রা জানান, জুমার নামাজের পর থেকে কারাগারের ভেতরে ব্যাপক গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন তারা। ধারণা করছেন, কারাবন্দিরা মুক্তির দাবিতে ভেতরে ‘বিদ্রোহ’ শুরু করেছেন। এ কারণে হয়তো গুলি করে তাদের নিবৃত করার চেষ্টা করেছে কারা কর্তৃকপক্ষ।
পরে সেনাবাহিনীর সদস্যরা কারাগারের প্রধান গেটসহ কারাগারের সব গেট নিয়ন্ত্রণে নেয়। কারাবন্দিদের স্বজনরা প্রধান গেটে এসে জড়ো হতে থাকে। পরে বাইরের দিকে উত্তেজনা তৈরি হলে কারা কর্তৃপক্ষ নিরপাত্তায় গুলি চালায়।