চট্টগ্রাম কিংস সমর্থক গোষ্ঠী গঠিত

| শনিবার , ২৮ ডিসেম্বর, ২০২৪ at ৬:৩৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)-২০২৫ এর বহুল আলোচিত ও দর্শক নন্দিত দল ‘চট্টগ্রাম কিংস’র সমর্থক গোষ্ঠী গঠিত হয়েছে। সাংবাদিক মো. ওয়াহিদুজ্জামানকে প্রেসিডেন্ট ও সাংবাদিক তানভীর আহমেদকে সেক্রেটারী করে ৭৭ সদস্যের এই কমিটির অনুমোদন দিয়েছেন ‘চট্টগ্রাম কিংস’র কর্ণধার বিশিষ্ট ক্রীড়াসংগঠক ও রাজনীতিবিদ সামির কাদের চৌধুরী। খুব শীঘ্রই সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘চট্টগ্রাম কিংস’ সমর্থক গোষ্ঠীর নেতৃবৃন্দ ‘চট্টগ্রাম কিংস’ টীমকে উজ্জীবিত করতে তাদের কর্মপন্থা সম্পর্কে ক্রীড়ামোদী জনতাকে অবহিত করবেন।

কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেনরাসেল আহমেদ সিনিয়র সহসভাপতি, সাইফুল্লাহ চৌধুরী, সামিউল মোহাম্মদ আরাফ, ইবেন মীর, এনামুল হক রাজু ও মোস্তাফিজুর রহমান সহসভাপতি এড. মাহমুদুল আলম চৌধুরী মারূফ সিনিয়রযুগ্ম সাধারণ সম্পাদক, এসএম জমির উদ্দিন, ফরহাদুল হাসান, এস এম ফারুক হোসেন, মোহাম্মদ তানভীর শরীফ ও আহাদ সাইদ করিম যুগ্মসাধারণ সম্পাদক, আকরাম উদ্দিন পাভেল সাংগঠনিক সম্পাদক, কাজী মহিউদ্দিন সহসাংগঠনিক সম্পাদক, কামরুল হাসান ফরহাদ অর্থবিষয়ক সম্পাদক এবং মো লিয়াকত সহঅর্থ বিষয়ক সম্পাদক, মীর মোহাম্মদ আকরাম হোসেনকে গণমাধ্যম বিষয়ক সম্পাদক করে এ কমিটির অনুমোদন দেয়া হয়। বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধবসতঘরে অগ্নিসংযোগকারীদের ছাড় দেওয়া হবে না
পরবর্তী নিবন্ধমেলবোর্ন টেস্টে চাপে ভারত