চট্টগ্রাম কাস্টমস্‌ এজেন্টস্‌ এসো’র আর্থিক অনুদান ও চিকিৎসা সহায়তার চেক হস্তান্তর

| শুক্রবার , ২৯ আগস্ট, ২০২৫ at ৫:৩৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কাস্টমস্‌ এজেন্টস্‌ এসোসিয়েশনের সদস্যদের কল্যাণে গঠিত কল্যাণ তহবিল থেকে মৃত্যুবরণকারী সদস্যদের পরিবারবর্গকে মরণোত্তর আর্থিক অনুদান এবং দুরারোগ্য ও বিভিন্ন জটিল রোগে আক্রান্ত সদস্যদেরকে চিকিৎসা ব্যয়ের জন্য আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।গত ২৬ আগস্ট অনুষ্ঠিত এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের সভায় সভাপতি এস এম সাইফুল আলম, সাধারণ সম্পাদক মো. শওকত আলী এবং কল্যাণ তহবিল পরিচালনা কমিটির চেয়ারম্যান ও ২য় সহসভাপতি মো. সাইফুদ্দিন কার্যনির্বাহী পরিষদের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে মরণোত্তর অনুদান ও চিকিৎসা সহযোগিতার চেক হস্তান্তর করেন।

সভাপতি এস এম সাইফুল আলম বলেন, এসোসিয়েশনের সদস্যদের আর্থসামাজিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে কল্যাণ তহবিল গঠন করা হয়েছে। তিনি বিভিন্ন রোগে আক্রান্ত সদস্যদের আশু রোগ মুক্তি ও মৃত্যুবরণকারী সদস্যদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সর্বদা পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

সাধারণ সম্পাদক মো. শওকত আলী বলেন, দুরারোগ্য রোগের চিকিৎসায় প্রচুর অর্থের প্রয়োজন হয়। তাই জীবদ্দশায় যেন একজন সদস্য সুচিকিৎসার জন্য কল্যাণ তহবিল থেকে মরণোত্তর অনুদানের সম্পুর্ণ টাকা পেতে পারেন, সে ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি তিনি সদস্যদের সার্বিক কল্যাণে বিভিন্ন কল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করার প্রত্যাশা ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনজরুলের প্রয়াণ দিবসে আন্তর্জাতিক বিশ্বভরা প্রাণের শ্রদ্ধাঞ্জলি
পরবর্তী নিবন্ধউত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন