চট্টগ্রাম কাস্টমসে নিলাম পরবর্তী দ্রুত বিক্রয় অনুমোদন দেয়ার দাবি

আজাদী প্রতিবেদন | সোমবার , ১২ আগস্ট, ২০২৪ at ৭:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কাস্টমসে নিলাম পরবর্তী দ্রুত বিক্রয় অনুমোদন দেয়ার দাবি জানিয়েছেন চট্টগ্রাম কাস্টমস নিলাম ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতারা। এছাড়া অনলাইন নিলামের পাশাপাশি ম্যানুয়াল নিলাম করার ওপরও জোর দেন তারা। গতকাল দপুরে চট্টগ্রাম কাস্টমসের নিলাম শাখার সামনে আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখেন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. ফেরদৌস আলম, সাধারণ সম্পাদক এয়াকুব চৌধুরী, জহিরুল ইসলাম নঈম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রাম কাস্টমসের নিলাম শাখায় আমরা বিভিন্নভাবে হয়রানি শিকার হচ্ছি। আমরা নিলাম কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবাদিহিতা চাই। ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে এখন আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা চাই চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ যেন কোনো প্রকার দুর্নীতিকে প্রশ্রয় না দেয়। নিলাম প্রক্রিয়া দ্রুত করার পাশাপাশি অনুমোদনেও যেন সময়ক্ষেপণ করা না হয়। এছাড়া যারা নিলামে পণ্য পায়নি তাদের দ্রুত পে অর্ডার ফেরত দিতে হবে। এসব বিষয়ে আমরা ইতোমধ্যে কাস্টমসের অতিরিক্ত কমিশনারের সাথে কথা বলেছি। তিনি বিষয়গুলো দেখবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রধান উপদেষ্টা আমাদের চট্টগ্রামের, ঐক্যবদ্ধ হয়ে তাঁকে সফল করতে হবে
পরবর্তী নিবন্ধমেলবোর্নের বিপক্ষে সহজ জয় এইচপির