চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তাদের তিন ঘণ্টার কর্মবিরতি

এনবিআর বিলুপ্তির প্রতিবাদ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫ at ৬:৫৪ পূর্বাহ্ণ

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে প্রণীত ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ’ জারি প্রতিবাদে গতকাল বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছে চট্টগ্রাম কাস্টমসের কর্মকর্তার। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কর্মসূচির আহ্বানে তারা এই কর্মবিরতি পালন করেন। সংস্কার ঐক্য পরিষদের দাবি, দীর্ঘদিন ধরে কাস্টমস ও ট্যাঙ সার্ভিসের হাজার হাজার কর্মকর্তাকর্মচারী রাজস্ব ব্যবস্থার টেকসই সংস্কারের দাবি করে আসছেন। অথচ সংস্কারের প্রধান অংশীজন হিসেবে তাদের মতামত গ্রহণ না করেই এবং সরকার গঠিত সংস্কার কমিটির সুপারিশ প্রকাশ বা পর্যালোচনা ছাড়াই একটি অধ্যাদেশের মাধ্যমে নতুন কাঠামো প্রবর্তন করা হয়েছে। যা রাজস্ব ব্যবস্থায় অনিশ্চয়তা ও অস্থিরতা সৃষ্টি করবে।

পূর্ববর্তী নিবন্ধএনবিআর চেয়ারম্যানের অপসারণ দাবি
পরবর্তী নিবন্ধকক্সবাজারে ভুয়া সাংবাদিক আটক