চট্টগ্রাম কাস্টমস কমিশনারের দায়িত্বে বন্ড কমিশনার শফি উদ্দিন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫ at ৪:৩৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার মোহাম্মদ শফি উদ্দিনকে চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার হিসেবে অতিরিক্ত দায়িত্ব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল এনবিআরের দ্বিতীয় সচিব আহসান উল্লাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার (চলতি দায়িত্ব) জাকির হোসেনকে নির্দেশনা অমান্য করে গত ২৮ ও ২৯ জুন চট্টগ্রাম কাস্টমস হাউস বন্ধ রেখে আমদানিরপ্তানি বাধাগ্রস্ত করার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধনারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন