সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গতকাল রোববার কাস্টম হাউস জামে মসজিদে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম সালেহ মোস্তফা রুবেল। বক্তব্য রাখেন এসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম ও সাধারণ সম্পাদক মো. শওকত আলী ।
এস এম সাইফুল আলম বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের মৌলিক অধিকার রক্ষায় এক আপোষহীন নেত্রী। তাঁর মৃত্যুতে জাতি হারালো গণতন্ত্র প্রতিষ্ঠার এক অকুতোভয় রাজনৈতিক যোদ্ধাকে। উপস্থিত ছিলেন মো. নুরুল আবছার, মো. সাইফুদ্দিন, আবু সালেহ, মো. জামাল উদ্দিন বাবলু, এএসএম রেজাউল করিম স্বপন, মনসুর উল আমিন, মো. মোরশেদুল আলম, রোকন উদ্দিন মাহমুদ খলিল, মো. লোকমান হোসেন খন্দকার, মো. তাজুল ইসলাম, এস এম ফরিদুল আলম, আহমাদ শহীদ উদ্দিন, মো. শফিউল আজম খান, মো. শওকত আকবর, মো. আলমগীর হোসেন, মো. আলমগীর সরকার, মো. সারাফাত উল্লাহ , মো. সালাউদ্দিন, মো. গোলাম নবী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












