চট্টগ্রাম কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক সিইউএফএল মহাব্যবস্থাপক

১০ ট্রাক অস্ত্র মামলায় কাশিমপুর কারাগারে আরও ৫ জনের মুক্তি

| শুক্রবার , ১৭ জানুয়ারি, ২০২৫ at ৫:৩৩ পূর্বাহ্ণ

১০ ট্রাক অস্ত্র উদ্ধারের ঘটনায় আলাদা দুটি মামলায় খালাসের পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন সিইউএফএলের সাবেক মহাব্যবস্থাপক (প্রশাসন) কে এম এনামুল হক। গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান বলে জেলার মাসুদ হাসান নিশ্চিত করেছেন।

এদিকে আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকেও পাঁচজন মুক্তি পেয়েছেন। তারা হলেনএনএসআইয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, সিইউএফএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মহসিন উদ্দিন তালুকদার, এনএসআইয়ের সাবেক মাঠ কর্মকর্তা (ফিল্ড অফিসার) হেলাল উদ্দিন খান ও এনএসআই’র সাবেক পরিচালক মেজর (অব.) এম লিয়াকত হোসেন। খবর বিডিনিউজের।

জানা যায়, ১০ ট্রাক অস্ত্র মামলার আসামি হিসেবে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) তৎকালীন মহাব্যবস্থাপক (প্রশাসন) কে এম এনামুল হক ২০০৯ সালের ১২ মার্চ থেকে কারাগারে ছিলেন। সাজার মেয়াদ শেষ হওয়ায় বৃহস্পতিবার মুক্তি পান উভয় মামলার দণ্ডপ্রাপ্ত আসামি হাফিজুর রহমানও। মাসুদ হাসান বলেন, হাফিজুর উভয় মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। তার সাজার মেয়াদ শেষ হয়েছে।

একই মামলায় সাজা বাতিলসহ মুক্তি পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দীর্ঘ ১৭ বছর ধরে তিনি কারাগারে বন্দি ছিলেন। গতকাল দুপুরে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি।

প্রসঙ্গত, ২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রামের সিইউএফএল ঘাট থেকে জব্দ করা হয় ১০ ট্রাক অস্ত্রের চালান। এ নিয়ে বন্দরনগরীর কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগ এনে দুটি মামলা করা হয়। তদন্তে দেখা যায়, চীনে তৈরি এসব অস্ত্র ও গোলাবারুদ সমুদ্রপথে আনা হয় ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘উলফার জন্য’। বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে সীমান্ত পাড়ি দিয়ে ওই চালান ভারতে নিয়ে যাওয়ার কথা ছিল। ২০১৪ সালের ৩০ জানুয়ারি চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল এ মামলার রায় দেয়। তাতে অস্ত্র চোরাচালান মামলায় এনামুল হকসহ ১৪ জনকে ফাঁসির আদেশ দেন বিচারক। আরেক মামলায় আসামিদের দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড।

পূর্ববর্তী নিবন্ধওবায়দুল কাদেরের পালিত পুত্র পরিচয় দেওয়া হিরু কারাগারে
পরবর্তী নিবন্ধ১৭ বছর পর মুক্ত বাবর