চট্টগ্রাম–কাপ্তাই সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে। ৫০ কোটি টাকা ব্যয়ে কাপ্তাই রাস্তার মাথা থেকে হাটহাজারীর মদুনাঘাট হয়ে রাউজান নোয়াপাড়া গশ্চি ধরের টেক পর্যন্ত ১৩ কিলোমিটার এই সড়কটি দুটি প্যাকেজে কাজ শুরু হয়েছে। আব্দুস সালাম এন্ড আর এন ইয়াকুব জয়েন্ট ভেঞ্চার ঠিকাদারী প্রতিষ্ঠান এই প্রকল্পের কাজ পেয়েছে। এই প্রকল্পের মেয়াদ ৬ মাস (আগামী জুনে) বলে জানান, সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট প্রকৌশলী। এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগ চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. মোসলেহ উদ্দিন বলেন, প্রাথমিকভাবে চট্টগ্রাম–কাপ্তাই সড়কটির মোহরা কাপ্তাই রাস্তার মাথা থেকে রাউজান গশ্চি ধরের টেক পর্যন্ত দুটি প্যাকেজে সাড়ে ১৩ কিলোমিটার সড়ক প্রশস্ত করা হবে। দুই প্যাকেজে ১৩ কিলোমিটার সড়ক প্রশস্তকরণে ব্যয় হবে প্রায় ৫০ কাটি টাকা ব্যয় হবে। ঠিকাদারকে ওয়ার্ক অর্ডার দেয়া হয়েছে। তারা সাইটে কাজের মালামাল আনা শুরু করেছে।
সড়ক ও জনপথ বিভাগ থেকে জানা গেছে, কাপ্তাই রাস্তার মাথা থেকে হাটহাজারী মদুনাঘাট পর্যন্ত একটি প্যাকেজে পাঁচ কিলোমিটার সড়কের উভয় পাশে ৫ ফুট করে ১০ ফুট প্রশস্ত করা হবে। এখানে নজুমিয়াহাট এলাকায় ২০০ মিটার ২০ ফুটের বিদ্যমান সড়কের উভয় পাশে আরও ১৫ ফুট প্রশস্ত করা হবে। অপর প্যাকেজে মদুনাঘাট থেকে রাউজান গশ্চি ধরের টেক পর্যন্ত সাড়ে আট কিলোমিটার সড়কের উভয় পাশে ৫ ফুট করে ১০ ফুট প্রশস্ত করা হবে। এ ব্যাপারে সড়ক ও জনপথ অধিদফতর চট্টগ্রামের উপ–বিভাগীয় প্রকৌশলী মো. নিজাম উদ্দীন আজাদীকে বলেন, চট্টগ্রাম–কাপ্তাই সড়ক প্রশস্তকরণ কাজ শুরু হয়েছে। আব্দুস সালাম এন্ড আর এন ইয়াকুব জয়েন্ট ভেঞ্চার ঠিকাদারী প্রতিষ্ঠান প্রকল্পের কাজ পেয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান সাইট এলাকায় কাজের মালামাল আনা শুরু করেছে। এই প্রকল্পের মেয়াদ ৬ মাস। জুনের মধ্যে কাজ শেষ হবে।
তিনি বলেন, কাপ্তাই রাস্তার মাথা থেকে হাটহাজারীর মদুনাঘাট হয়ে রাউজান নোয়াপাড়া গশ্চি ধরের টেক পর্যন্ত সড়কটির সাড়ে ১৩ কিলোমিটার প্রশস্তকরণের কাজ দুটি প্যাকেজে হবে। দুটি প্যাকেজের মধ্যে কাপ্তাই রাস্তার মাথা থেকে মদুনাঘাট পর্যন্ত ৫ কিলোমিটার একটি প্যাকেজে ব্যয় হবে ২২ কোটি ৩৩ লাখ টাকা। মদুনাঘাট থেকে গশ্চি ধরের টেক পর্যন্ত সাড়ে ৮ কিলোমিটার সড়ক প্রশস্তকরণে ব্যয় হবে ২৭ কোটি ৯৪ লাখ টাকা।