চট্টগ্রাম কলেজের দশ তলা ভবনে লিফট চালু করা হোক

| বুধবার , ২৬ জুলাই, ২০২৩ at ৫:৪৪ পূর্বাহ্ণ

বৃহত্তর চট্টগ্রাম জেলার অন্যতম এবং শ্রেষ্ঠ বিদ্যাপীঠ চট্টগ্রাম কলেজ। কলেজ অডিটোরিয়ামের পশ্চিম পাশের নবনির্মিত দশ তলা ভবনটি সম্প্রতি চালু করা হয়েছে। এই ভবনটিতে বর্তমানে একাধিক ডিপার্টমেন্টের শ্রেণি কার্যক্রম এবং অফিসিয়াল কার্যক্রম চালু আছে। দশ তলা ভবনে চালুকৃত ডিপার্টমেন্টের মধ্যে আছে গণিত বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, অর্থনীতি বিভাগ এবং পরিসংখ্যান বিভাগসহ স্নাতক/স্নাতকোত্তর (পাস) কোর্সের শ্রেণি কার্যক্রম। এইসব ডিপার্টমেন্টের শ্রেণি কার্যক্রম ও অফিসিয়াল কার্যক্রম পরিচালিত হতে প্রতিদিন প্রায় হাজার খানেক শিক্ষার্থী ও শিক্ষকদের এই ভবনের বিভিন্ন ফ্লোরে যাতায়াত করতে হচ্ছে। সিঁড়ি ব্যবহার করে দশ তলা ভবনের শ্রেণি কার্যক্রম প্রায় অসম্ভব হয়ে উঠেছে। শিক্ষার্থীদের মধ্যে প্রতিবন্ধী এবং শারীরিক অসুস্থতা নিয়েও অনেক শিক্ষার্থী নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করে থাকে। এছাড়াও শিক্ষকদের মধ্যেও অনেকে শারীরিক অসুস্থতায় ভুগছেন।

এমতাবস্থায় দশ তলা ভবনের নিয়মিত শিক্ষা কার্যক্রম অনেক শিক্ষকশিক্ষার্থীদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এই দশ তলা ভবনে শিক্ষা কার্যক্রম শুরুর কয়েক মাস পেরিয়ে গেলেও এখনো লিফট সংক্রান্ত সমস্যার প্রতিকার মেলেনি।

সর্বোপরি নবনির্মিত দশ তলা ভবনে লিফট চালু সংক্রান্ত জটিলতা নিরসনে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

এস.এম.রাহমান জিকু

শিক্ষার্থী,

চট্টগ্রাম কলেজ।

পূর্ববর্তী নিবন্ধমোহিতলাল মজুমদার : কবি ও সাহিত্য সমালোচক
পরবর্তী নিবন্ধস্বপ্নের ফেরিওয়ালা