চট্টগ্রাম সরকারি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপে ধাওয়া পাল্টাধাওয়া ও মারামারির ঘটনায় কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২২ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
নগর পুলিশের চকবাজার জোনের সহকারী কমিশনার শহীদুল ইসলাম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কলেজের জুনিয়র ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তাদের মধ্যে মারামারি ও দুই পক্ষের ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। তবে কারও অবস্থা গুরুতর না।
তিনি আরও বলেন, পরে অধ্যক্ষের কক্ষে বৈঠক হয়। বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক আছে। কোনো পক্ষই ক্যাম্পাসে নেই। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক অনুসারী জুনিয়র ছাত্রদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।