নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের চট্টগ্রাম কলেজের নেতা দেলোয়ার হোসেন দুলালকে গ্রেপ্তার করেছে নগরের চকবাজার থানা পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে গত সোমবার রাতে নগরীর চকবাজার এলাকা থেকে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন সাধারণ শিক্ষার্থীরা। পরে পুলিশ তাকে আটক করে চকবাজার থানায় নিয়ে যায়। জানা গেছে, গ্রেপ্তার দেলোয়ার হোসেন দুলাল চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের অর্থনীতি বিভাগের সভাপতি দায়িত্বে আছেন। গতকাল রাত সাড়ে নয়টার দিকে চকবাজার থানার ওসি জাহিদুল কবির আজাদীকে বলেন, দুলালকে সোমবার রাতে গ্রেপ্তার করা হয়। এরপর মঙ্গলবার দুপুরের দিকে তাকে চালান দেওয়া হয়েছে।