ব্যাপক অনুষ্ঠানমালার মধ্য দিয়ে শেষ হলো চট্টগ্রাম কলেজ এইচএসসি ’৭৬ ব্যাচের সুহৃদ সম্মিলন। গত বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত এই সম্মিলনে ষাটোর্ধ্ব শতাধিক সুহৃদ অংশগ্রহণ করেন। শুরুতে প্রয়াত সতীর্থদের মাগফেরাত ও অসুস্থদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্মৃতিচারণ পর্বে বক্তব্য দেন, সাবেক জেলা জজ মোখতার আহমেদ, টিএন্ডটির সাবেক পরিচালক তমাল নন্দী, শিল্পপতি তারেক হোসেন, অমিত চৌধুরী, নিহার রঞ্জন চৌধুরী, সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত ব্যাংক নির্বাহী মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় সম্মিলনে সভাপতিত্ব করেন সভাপতি, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ উমর ফারুক। আইনজীবী ড. মোহাম্মদ আলী, অ্যাডভোকেট মৃদুল চক্রবর্তী, জাহাঙ্গীর আলম, অবসরপ্রাপ্ত শিক্ষক মফিজুর রহমান, ইঞ্জিনিয়ার আবদুস সালাম, আকতারজামান প্রমুখ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, কবিতা পাঠ ও মুকাভিনয়ে অংশগ্রহণ করেন শিল্পী অনামিকা তালুকদার, ব্যান্ডদল সোলসের প্রতিষ্ঠাতা সদস্য তৌহিদুল আলম, আবৃত্তি শিল্পী রেজোয়ান চৌধুরী এবং সুভাষ চন্দ্র মল্লিক। আকর্ষণীয় র্যাফেল ড্র’র মাধ্যমে সুহৃদ সম্মিলন শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।












