চট্টগ্রাম কর আইনজীবী সমিতির অর্থ আইন ও নতুন আয়কর আইন বিষয়ে এক কর্মশালা সমিতির সভাপতি মোহাম্মদ নুর হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ফিরোজ ইফতেখার ও যুগ্ম সম্পাদক মো. সরওয়ার আলম ভূইয়ার যৌথ সঞ্চালনায় গতকাল সোমবার সমিতির ১নং মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে মূখ্য আলোচক ছিলেন সমিতির সদস্য মোহাম্মদ আরিফ। কর্মশালায় অর্থ আইন ও প্রবর্তিত নতুন আয়কর আইন–২০২৩ এর বিভিন্ন ধারা ও উপ–ধারার উপর আলোচনা করা হয়। মূখ্য আলোচক কর আইনজীবীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সভায় সমিতির প্রাক্তন সভাপতিবৃন্দ, প্রাক্তন সাধারণ সম্পাদকবৃন্দ, কার্যকরী সংসদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।