চট্টগ্রাম কর আইনজীবী সমিতির প্রতিবাদ সমাবেশ

এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ পরিবর্তনের দাবি

| বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫ at ৭:৩১ পূর্বাহ্ণ

জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তির অধ্যাদেশ পরিবর্তনের দাবিতে চট্টগ্রাম কর আইনজীবী সমিতির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ গতকাল বুধবার সরকারি কার্য ভবন১ এর গোল চত্বরে অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, সরকার ইতিমধ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে বিলুপ্ত করে রাজস্বনীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি পৃথক বিভাগ করার সিদ্ধান্ত নিয়েছে।আমরা সাধারণ আইনজীবীগন এনবিআর বিলুপ্তি নয়, রাজস্ব বোর্ডের বর্তমান কাঠামো ঠিক রেখে এর যথাযথ সংস্কার চাই। সুতরাং, শত বছরের পুরানো জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তির প্রতিবাদে চট্টগ্রাম কর আইনজীবী সমিতির উক্ত প্রতিবাদ সমাবেশ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়।

সাধারণ সম্পাদক মো. সরওয়ার আলম ভূঁইয়ার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মো.ওমর ফারুক, চৌধুরী খালেদ বিন সরওয়ার, মো. জামাল উদ্দিন,অ্যাডভোকেট আব্দুল মতিন, রশীদ আহমেদ চৌধুরী, অ্যাডভোকেট মো. হারুন অর রশিদ মজুমদার ও নুর আহম্মেদসহ সমিতির অন্যান্য কর আইনজীবীগণ। সভাপতি মোহাম্মদ আবুল কালাম সমাপনী বক্তব্যের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনুয়েসলার সদস্য সংগ্রহ কার্যক্রম
পরবর্তী নিবন্ধশবনম খানম শেরওয়ানীর সাহিত্যে প্রতিফলিত হয়েছে সমাজ ভাবনা, দেশ ও মানবপ্রেম