বাংলাদেশের পর্যটন রাজধানী কক্সবাজারকে দেশের পর্যটন শিল্পের শীর্ষে নিয়ে যেতে হলে চট্টগ্রাম–কক্সবাজারের প্রধান সড়ক, অর্থাৎ আরাকান সড়কের উন্নয়ন এখন সময়ের দাবি। এই ব্যস্ততম সড়কটি শুধু পর্যটকদের জন্য নয়, বরং কক্সবাজারের সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতের প্রধান পথ। তবে দুঃখজনকভাবে, বছরের পর বছর এই সড়কে একের পর এক সড়ক দুর্ঘটনা ঘটে আসছে, যা বহু প্রাণ কেড়ে নিচ্ছে।
ছোটবেলা থেকেই আমরা এই সড়কের দুর্ঘটনার ভয়াবহতা দেখে আসছি। বিভিন্ন সময় সড়ক সংস্কার ও উন্নয়নের উদ্যোগ নেওয়া হলেও তা এখনো বাস্তবায়িত হয়নি। কিন্তু এবার এই উদ্যোগকে বাস্তবে রূপ দেওয়া জরুরি হয়ে পড়েছে। কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে হলে এই সড়কের আধুনিকায়ন আবশ্যক।
আমাদের দাবি, এই গুরুত্বপূর্ণ সড়কটিকে দ্রুত ৬ লেনে উন্নীত করা হোক। একটি সুপরিকল্পিত, প্রশস্ত ও নিরাপদ সড়ক শুধু দুর্ঘটনা কমাবে না, বরং পর্যটন ও ব্যবসা–বাণিজ্যের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে। আমরা আশা করি, মাননীয় সড়ক ও সেতু উপদেষ্টা ফওজুল কবির খান মহোদয় বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
ইমরান উদ্দিন
কক্সবাজার