চলতি মাসেই শুরু হচ্ছে চট্টগ্রাম–কক্সবাজার রুটে ‘সৈকত এক্সপ্রেস’ ও ‘প্রবাল এক্সপ্রেস’ নামে নিয়মিত দুটি ট্রেন চলাচল। তবে কোন তারিখ থেকে চলবে তা সিদ্ধান্ত হবে আগামীকাল (সোমবার) রেল ভবনের মিটিংয়ে। গত বৃহস্পতিবার মন্ত্রণালয়ের উপ–সচিব কামরুল হাসান এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা বাংলাদেশ রেলওয়েকে জানিয়েছেন। রেল কর্মকর্তারা জানিয়েছেন, ট্রেন দুটিতে ১৬টি করে কোচ থাকবে (প্রতি ট্রেনে)। যার আসন সংখ্যা থাকবে ৭৪৩। একদিনে ট্রেনগুলোতে যাতায়াত করতে পারবেন মোট ২৯৭২ যাত্রী।
রেলওয়ের বাণিজ্যিক বিভাগ থেকে জানা গেছে, চট্টগ্রাম–কক্সবাজার রুটে বর্তমানে চলাচলরত বিশেষ ট্রেনটি এই রুটে স্থায়ী করে চার ট্রিপ চলাচলের (দুইবার চট্টগ্রাম থেকে যাবে এবং দুইবার কক্সবাজার থেকে আসবে) জন্য গত ডিসেম্বরে রেল ভবনে প্রস্তাব দিয়েছিল রেলওয়ের পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. শহিদুল ইসলাম। রেল ভবনে প্রেরিত চিঠিতে ট্রেন দুই জোড়ার নাম ‘প্রবাল এক্সপ্রেস’ ও ‘সৈকত এক্সপ্রেস’ প্রস্তাব করা হয়েছিল। রেল মন্ত্রণালয় গত বৃহস্পতিবার ট্রেন দুটির নাম ঠিক রেখে চলতি জানুয়ারি থেকে চলাচলের জন্য অনুমোদনের চিঠি দেয়া হয়েছে। রেল মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ায় এখন চট্টগ্রাম–কক্সবাজার রুটে ‘সৈকত এক্সপ্রেস’ ও ‘প্রবাল এক্সপ্রেস’ নামে ট্রেন দুটি নিয়মিত চলাচল করবে।
এই ব্যাপারে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) প্রকৌশলী মো. সবুক্তগীন আজাদীকে বলেন, চট্টগ্রাম–কক্সবাজার রুটে নতুন এক জোড়া (দুটি ট্রেন) চলাচলের সিদ্ধান্ত হয়েছে। চলতি মাসেই ট্রেন দুটি চলাচল শুরু হবে। তবে কোন তারিখ থেকে চলবে তা আগামী সোমবারের মিটিংয়ে (রেলভবনের মিটিংয়ে) সিদ্ধান্ত হবে। ওইদিন টাইম টেবিলের বিষয়েও সিদ্ধান্ত হবে। ট্রেনের সময় কিভাবে কমিয়ে আনা যায় সে বিষয়ে আলোচনা হবে। নতুন এই দুটি ট্রেনেরও ব্যাপারে সিদ্ধান্ত হবে। তবে চলতি মাস থেকেই চট্টগ্রাম–কক্সবাজার রুটের নতুন ট্রেন দুটি চলাচল করবে। এই ব্যাপারে রেলের পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) এবিএম কামরুজ্জামান আজাদীকে বলেন, চলতি মাসে চট্টগ্রাম–কক্সবাজার রুটে নতুন দুটি ট্রেন চলাচলের বিষয়ে গত বৃহস্পতিবার অনুমোদন হয়েছে। সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস নামে ট্রেন দুটি নিয়মিত চলাচল করবে।
রেলওয়ে পূর্বাঞ্চলের রেলওয়ের পূর্বাঞ্চলের সহকারী প্রধান পরিচালন কর্মকর্তা (এসিওপিএস) আবু বক্কর সিদ্দিক আজাদীকে জানান, সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস ট্রেন দুটি নন এসি হলেও এখানে প্রথম শ্রেণির কেবিন থাকবে, প্রথম শ্রেণির চেয়ার থাকবে, শোভন চেয়ার থাকবে। চট্টগ্রাম থেকে কক্সবাজার যেতে লাগবে ৪ ঘণ্টা। বড় বড় স্টেশনগুলোতে থামবে ট্রেনটি। এটি আন্তঃনগরের মতোই চলবে। জানুয়ারি থেকে আমরা এই ট্রেন খাবারের গাড়িও যুক্ত করবো।
ট্রেন দুই জোড়ার প্রস্তাবিত সময়সূচি : চট্টগ্রাম–কক্সবাজার রুটে নতুন দুই ট্রেনের মধ্যে ‘সৈকত এক্সপ্রেস’ চট্টগ্রাম থেকে সকাল ৬টা ১৫ মিনিটে ছেড়ে কক্সবাজার পৌঁছাবে সকাল ৯টা ৫৫ মিনিটে। আর ‘প্রবাল এক্সপ্রেস’ বিকাল তিনটা ১০ মিনিটে চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে পর্যটন নগরে পৌঁছাবে সন্ধ্যা ৭টায়। অন্যদিকে ‘প্রবাল এক্সপ্রেস’ কক্সবাজার থেকে সকাল ১০টা ৩৫ মিনিটে ছেড়ে চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে বেলা ২টা ১৫ মিনিটে। আর ‘সৈকত এক্সপ্রেস’ রাত ৮টা ১৫ মিনিটে কক্সবাজার স্টেশন থেকে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে রাত ১১টা ৫০ মিনিটে।
যে সব স্টেশনে দাঁড়ারে ট্রেন দুই জোড়া : ট্রেন দুটির মধ্যে ‘সৈকত এক্সপ্রেস’ বিরতি দেবে ৮টি স্টেশনে; যার মধ্যে রয়েছে– ষোলশহর, জানালীহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলহাজারা ও রামু। আর ‘প্রবাল এক্সপ্রেস’ থামবে ১০টি স্টেশনে; এর মধ্যে আছে– ষোলশহর, গুমদন্ডী, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, ডুলহাজারা, ইসলামাবাদ ও রামু। এ দুটি ট্রেন বন্ধ থাকবে প্রতি সোমবার।
ভ্রমণ পিপাসুদের দীর্ঘদিনের প্রত্যাশার মধ্যে ২০২৩ সালের ১ ডিসেম্বর ঢাকা থেকে কক্সবাজারের পথে চলাচল শুরু করে ‘কক্সবাজার এক্সপ্রেস’। যাত্রী চাহিদার কারণে ২০১৪ সালের ১০ জানুয়ারি এ পথে চালু হয় আরেকটি ট্রেন, ‘পর্যটক এক্সপ্রেস’।