চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন করার দাবি

লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ৫ এপ্রিল, ২০২৫ at ৬:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রামচট্টগ্রাম মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে লোহাগাড়ায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পৃথক মানববন্ধন করেছে।

চুনতি ইউনিয়ন বিএনপি : চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের বনপুকুর এলাকায় ৩ এপ্রিল বিকালে ইউনিয়ন বিএনপি আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ শহীদুল্লাহ। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমু মোস্তফা আমিন। মানববন্ধনে উপজেলার ৯ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবরা, উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী এবং ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আধুনগর ইউনিয়ন জামায়াত : ২ এপ্রিল বিকালে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের উপজেলার আধুনগর বাস স্টেশনে ইউনিয়ন জামায়াত আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন আধুনগর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল কাদের। বক্তব্য রাখেন দক্ষিণ জেলা জামায়াতের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন মুহাম্মদ নোমান, লোহাগাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মু. আসাদুল্লাহ ইসালামাবাদী ও অ্যাসিসটেন্ট সেক্রেটারি মাওলানা আ..ম নোমান।

এছাড়া চুনতি ইউনিয়ন জামায়াত, পদুয়া ইউনিয়ন জামায়াত, উপজেলা এলডিপি, উপজেলা শ্রমিকদল ও প্রবাসী মানবিক সংগঠনের উদ্যোগে পৃথক মানববন্ধন হয়।

বক্তারা বলেন, চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকা দুর্ঘটনার হটস্পটে পরিণত হয়েছে। এছাড়া এ মহাসড়কের প্রতিদিন কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে। দ্রুত সময়ের মধ্যে চট্টগ্রামকক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধসড়কে সাত দুর্ঘটনায় প্রাণ গেল আরও ৬ জনের
পরবর্তী নিবন্ধট্রাম্পের শুল্কারোপের ধাক্কায় বিশ্বজুড়ে শেয়ারবাজারে ধস