চট্টগ্রাম ওয়াসার এমডির দুর্নীতির অনুসন্ধান চলছে

আদালতকে দুদক

| শুক্রবার , ১৩ নভেম্বর, ২০২০ at ৫:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ’র বিরুদ্ধে অর্থপাচার, নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগের বিষয়ে কী পদক্ষেপ নেয়া হয়েছে বা আদৌ কোনো পদক্ষেপ নেয়া হয়েছে কিনা, সে বিষয়ে হাইকোর্টকে সুনির্দিষ্টভাবে কিছু জানায়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে দুদকের আইনজীবী আদালতে বলেছেন, এ কে এম ফজলুল্লাহ’র বিরুদ্ধে অভিযোগের বিষয়টি দুদক গুরুত্বের সাথে দেখছে, এ বিষয়ে অনুসন্ধানও চলছে। এ কে এম ফজলুল্লাহ’র পুনঃনিয়োগের বিরুদ্ধে করা রিট আবেদনের ওপর গতকাল বৃহস্পতিবার শুনানিতে এমন তথ্য দেন দুদকের আইনজীবী। এরপর বিচারপতি এম নায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ শুনানি একমাসের জন্য মুলতবি করেছেন। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধওমানে করোনায় রাউজান প্রবাসীর মৃত্যু
পরবর্তী নিবন্ধপটিয়ার কোলাগাঁওয়ে আ.লীগের কর্মীসভা