পয়ঃনিষ্কাশন প্রকল্পের জন্য চট্টগ্রাম মহানগরীতে বেশ কয়েক বছর যাবত নগরীর পিচঢালা সড়কগুলোতে চলছে চট্টগ্রাম ওয়াসার সড়ক হত্যাযজ্ঞ। নগরীর গুরুত্বপূর্ণ অধিকাংশ সড়কে ব্যারিকেড় দিয়ে প্রকল্পের যন্ত্রপাতি সড়কে রাখায় সড়ক সংকুচিত হয়ে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টির পাশাপাশি পথচারী এবং যাত্রীরা প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে। তাছাড়া সড়ক কর্তনের কারণে বর্ষা মৌসুমে সড়কে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি এবং শুষ্ক মৌসুমে ধুলাবালির কারণে পথচারী, যাত্রী ও সাধারণ মানুষ সর্দি, এলার্জি, শ্বাসকষ্ট বমিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। পৃথিবীর কোনো সভ্য দেশে সেবা সংস্থাগুলো সেবার নামে বছরের পর বছর জনগণকে দুর্ভোগে ফেলে প্রকল্প বাস্তবায়ন করে না। সড়ক খোঁড়াখুঁড়ির পর সাথে সাথে সড়ককে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়া হয় কিন্তু আমাদের দেশে একবার সড়ক কর্তন করলে বছরের পর বছর জনগণকে দুর্ভোগ পোহাতে হয়।
এমতাবস্থায়, বর্তমানে চট্টগ্রাম মহানগর জুড়ে ওয়াসার খোঁড়াখুঁড়িতে ক্ষতবিক্ষত সড়কগুলো জরুরি ভিত্তিতে সংস্কার করে জনগণের দুর্ভোগ লাঘবের জন্য সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
আবদুর রহিম
মতিয়ারপোল, কমার্স কলেজ রোড়