চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দলের সভা

| শুক্রবার , ২৯ নভেম্বর, ২০২৪ at ১০:০১ পূর্বাহ্ণ

জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এ এম নাজিম উদ্দিন বলেছেন, ৭ নভেম্বর না হলে এ দেশ স্বাধীন হতো কিনা সন্দেহ আছে, স্বৈরাচারী হাসিনা পালিয়েছে শুধু তাই নয় তার দলকেও ডুবিয়েছে। দেশের ইতিহাসে এই ধরনের আর কোন সরকার পালিয়ে যায়নি। আওয়ামীলীগ একটি বিভ্রান্তের দল। তারা যেভাবে বড় বড় কথা বলেছে তার ধারে কাছেও থাকে না। আমাদের জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দল ছাড়া এখানে শ্রমিক দলের আর কোন সংগঠন নেই, শ্রমিকদের দাবি আদায়ের জন্য শ্রমিক কর্মচারী দলের বিকল্প নেই। ওয়াসার শ্রমিকদের স্থায়ী নিয়োগ করতে হবে। চট্টগ্রাম ওয়াসার শ্রমিকদের শূন্য পদ পূরণ করতে হবে। অন্যথায় শ্রমিকেরা আন্দোলন করলে আমরা শ্রমিকেরা সর্বাত্মক সহযোগিতা করব।

তিনি বিপ্লব সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম ওয়াসা শ্রমিক কর্মচারী দলের উদ্যোগে গত ২৬ নভেম্বর ওয়াসা ভবন চত্বরে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। চট্টগ্রাম ওয়াসার শ্রমিক দলের সভাপতি মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে ও মহিউদ্দিন মানিকের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলম, শফিকুর রহমান স্বপন, সাবেক কমিশনার হাসেম, কাজী শেখ নুরুল্লাহ বাহার, স ম জামাল উদ্দিন, ইদ্রিস মিয়া, জাকির হোসেন, আবদুল হালিম স্বপন, শাহনেওয়াজ চৌধুরী, আব্দুল বাতেন, ইব্রাহিম ফরাজি, মোহাম্মদ আলী, শফিকুর রহমান মজুমদার, আবু বক্কর সিদ্দিক, মোহাম্মদ রফিকুল ইসলাম, হসিবুর রহমান বিপ্লব, জিয়াউর রহমান জিয়া, শফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, তৌহিদুল ইসলাম, নূর হোসেন, কামাল খান, বেলায়েত হোসেন, মোহাম্মদ মিয়া, ফরহাদ হোসেন, শাহজাহান, কামাল আবছার, খোকন, আবু জাফর, আবুল কালাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স ক্লাব রোজ ভ্যালি ও চিটাগাং ফনিক্সের চক্ষু চিকিৎসা ক্যাম্প
পরবর্তী নিবন্ধহোটেল আগ্রাবাদে থ্যাঙ্কস গিভিং ডে উদযাপন