চট্টগ্রাম একাডেমির পরিচালনা পরিষদের (২০২৪–২০২৫) চতুর্থ সভা গত ৮ মে একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। একাডেমির সাবেক মহাপরিচালক শিল্পশৈলী সম্পাদক নেছার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মহাপরিচালক জাহাঙ্গীর মিঞা, সাবেক মহাপরিচালক অধ্যক্ষ ড. আনোয়ারা আলম ও গল্পকার জিন্নাহ চৌধুরী, পরিচালক প্রফেসর রীতা দত্ত, শিশুসাহিত্যিক বিপুল বড়ুয়া, লেখক সংগঠক এসএম আবদুল আজিজ, প্রাণপ্রকৃতি সম্পাদক শারুদ নিজাম, কবি–গীতিকার জসিম উদ্দিন খান, প্রাবন্ধিক কলামিস্ট রেজাউল করিম স্বপন, লেখক শিক্ষা কর্মকর্তা রিটন কুমার বড়ুয়া, গল্পকার–অনুবাদক ফারজানা রহমান শিমু, প্রাবন্ধিক বাসুদেব খাস্তগীর, কবি আবুল কালাম বেলাল ও প্রতিষ্ঠাতা সংগঠক রাশেদ রউফ। সভায় ২০ মে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় শবনম খানম শেরওয়ানী শিক্ষা বৃত্তি আয়োজনের সিদ্ধান্ত হয়। এছাড়া একাডেমির উদ্যোক্তা পরিচালক দীপালী ভট্টাচার্য স্মরণে একটি স্মারকগ্রন্থ প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে আগ্রহীদের ৩০ জুনের মধ্যে লেখা প্রদানের আহ্বান জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।