চট্টগ্রাম একাডেমির পরিচালনা পরিষদের সভা

| রবিবার , ১৯ জানুয়ারি, ২০২৫ at ৭:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম একাডেমির পরিচালনা পরিষদের (২০২৪২০২৫) প্রথম সভা গত ১৫ জানুয়ারি একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। একাডেমির মহাপরিচালক আমিনুর রশীদ কাদেরীর সভাপতিত্বে সভায় সংগঠক লেখক জাহাঙ্গীর মিঞা আগামী দুই বছরের জন্য একাডেমির মহাপরিচালক নির্বাচিত হন। আলোচনায় অংশ নেন, একাডেমির সাবেক মহাপরিচালক ড. আনোয়ারা আলম, নেছার আহমদ, জিন্নাহ চৌধুরী ও অরুণ শীল, পরিচালক প্রফেসর রীতা দত্ত, দীপক বড়ুয়া, বিপুল বড়ুয়া, জাহাঙ্গীর মিঞা, এস এম আবদুল আজিজ, সৈয়দা রিফাত আক্তার নিশু, মুহাম্মদ নোমান লিটন, মোহাম্মদ ইমতিয়াজ ইসলাম, সুলতানা নুরজাহান রোজী, শারুদ নিজাম, জসিম উদ্দিন খান, রেজাউল করিম স্বপন, রিটন কুমার বড়ুয়া, ফারজানা রহমান শিমু, বাসুদেব খাস্তগীর ও রাশেদ রউফ। সভায় কবিসাংবাদিক আবুল কালাম বেলালও উপস্থিত ছিলেন। সভায় একাডেমির জীবন ও সাধারণ সদস্য প্রতিনিধি হিসেবে নির্বাচিত ৬ পরিচালক ও দুই নতুন স্থায়ী পরিচালককে বরণ করে নেয়া হয় বই উপহারের মাধ্যমে। কথাসাহিত্যে ফয়েজ নুরনাহার পুরস্কার প্রদান অনুষ্ঠানের প্রস্তুতি গ্রহণ করা হয়। আগামী ২১ জানুয়ারি এ অনুষ্ঠানে পুরস্কার দেওয়া হবে ড. আকিমুন রহমানকে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদ্বীনের শিক্ষা প্রচারে আল্লামা আতিক উল্লাহ খানের অবদান অপরিসীম
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ফিজিক্স অলিম্পিয়াড