চট্টগ্রাম একাডেমির পরিচালনা পরিষদের সভা

| বৃহস্পতিবার , ৩০ নভেম্বর, ২০২৩ at ১০:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম একাডেমির পরিচালনা পরিষদের এক সভা গত ২৮ নভেম্বর একাডেমি কার্যালয়ে একাডেমির জীবন সদস্য থেকে নির্বাচিত পরিচালক প্রাবন্ধিক এস এম মোখলেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করেন মহাপরিচালক আমিনুর রশীদ কাদেরী, পরিচালক সাহিত্যিক ড. আনোয়ারা আলম, শিক্ষাবিদ প্রফেসর রীতা দত্ত, প্রাবন্ধিক নেছার আহমদ, শিশুসাহিত্যিক অরুণ শীল, সাহিত্যিক বিপুল বড়ুয়া, সাহিত্যিক দীপক বড়ুয়া, সংগঠক জাহাঙ্গীর মিঞা, সংগঠক এস এম আবদুল আজিজ, অধ্যক্ষ মেহের আফরোজ হাসিনা, প্রাবন্ধিক রেজাউল করিম স্বপন, কবিগল্পকার সুলতানা নুরজাহান রোজী, শিশুসাহিত্যিক অধ্যাপক বাসুদেব খাস্তগীর, অনুবাদকশিশুসাহিত্যিক ফারজানা রহমান শিমু ও রাশেদ রউফ। এছাড়াও ছিলেন শিশুসাহিত্যিক আবুল কালাম বেলাল।

সভায় আগামী ১২ ডিসেম্বর শিল্পকলায় বিশিষ্ট শিক্ষাবিদ, লার্নিং বিশেষজ্ঞ ড. বদরুল হুদা খানকে সংবর্ধনা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া আগামী ২২ ডিসেম্বর একাডেমির বার্ষিক সাধারণ সভার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅসাম্প্রদায়িক চেতনার বাতিঘর ড.আবু ইউসুফ : পেয়ারুল
পরবর্তী নিবন্ধশীতার্তদের মাঝে ওয়াসিকা আয়শা খান এমপির উপহার