চট্টগ্রাম একাডেমির পরিচালনা পরিষদের সভা গত ৪ ফেব্রুয়ারি একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন একাডেমির পরিচালক প্রফেসর রীতা দত্ত। সভায় একাডেমির বর্তমান মহাপরিচালক আমিনুর রশীদ কাদেরীকে পুনরায় মহাপরিচালক নির্বাচিত করা হয়।
তিনি আগামী ২০২৩–২০২৪ মেয়াদে চট্টগ্রাম একাডেমি পরিচালনা করবেন। এছাড়া সভায় ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত একাডেমির দ্বিবার্ষিক সদস্য প্রতিনিধি নির্বাচনে বিজয়ী জীবন সদস্য প্রতিনিধি লেখক শারুদ নিজাম, কলামিস্ট রেজাউল করিম স্বপন, কবি ও ফ্যাশন ডিজাইনার সুলতানা নুরজাহান রোজী ও প্রাবন্ধিক এস এম মোখলেসুর রহমান এবং সাধারণ সদস্য প্রতিনিধি শিশুসাহিত্যিক অধ্যাপক বাসুদেব খাস্তগীর ও ফারজানা হক শিমুকে অভ্যর্থনা জানানো হয়।একাডেমির প্রতিষ্ঠাতা শিশুসাহিত্যিক রাশেদ রউফের সঞ্চালনায় পরিচালকদের মধ্যে বক্তব্য রাখেন ড. আনোয়ারা আলম, নেছার আহমদ, দীপক বড়ুয়া, বিপুল বড়ুয়া, অরুণ শীল, জিন্নাহ চৌধুরী, ছড়াকার রমজান মাহমুদ, রহমান হাবীব, জাহাঙ্গীর মিঞা, মুহাম্মদ নোমান লিটন, সৈয়দা রিফাত আক্তার নিশু, এস এম আবদুল আজিজ, অধ্যাপিকা মৃণালিনী চক্রবর্তী, রিটন কুমার বড়ুয়া, অধ্যাপক গোফরান উদ্দীন টিটু, সরওয়ার আরমান। নবনির্বাচিত প্রতিনিধিরা সকলের সহযোগিতা কামনা করে একাডেমির সমৃদ্ধি আনয়নে সবাই একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।