চট্টগ্রাম একাডেমিকে সমৃদ্ধ করতে সবার সহযোগিতা কামনা

সুহৃদ সম্মাননা অনুষ্ঠানে বক্তারা

| শুক্রবার , ১২ ফেব্রুয়ারি, ২০২১ at ৯:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম একাডেমির উদ্যোগে সুহৃদ সম্মাননা ও স্বাধীনতার বইমেলা স্মারকগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান গত ১০ ফেব্রুয়ারি একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে সম্পন্ন হয়। এতে সভাপতিত্ব করেন একাডেমির সাবেক মহাপরিচালক ড. আনোয়ারা আলম। একাডেমি প্রতিষ্ঠাতা, কবি ও শিশুসাহিত্যিক রাশেদ রউফের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন একাডেমির সাবেক মহাপরিচালক প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী, একাডেমির সাবেক মহাপরিচালক নেছার আহমদ, স্বাধীনতার বইমেলা স্মারকগ্রন্থের সম্পাদক শারুদ নিজাম, নির্বাহী সম্পাদক বাসুদেব খাস্তগীর ও গল্পকার মিলন বনিক। সূচনা বক্তব্য দেন একাডেমির মহাপরিচাক অরুণ শীল। অনুভূতি ব্যক্ত করেন সম্মাননাপ্রাপ্ত চার ব্যক্তিত্ব মো. মাজহারুল হক, মো. ইমতিয়াজ ইসলাম, জান্নাতুল ফেরদৌস ও রনি সাহা। উপস্থিত ছিলেন একাডেমির পরিচালক প্রফেসর রীতা দত্ত, দীপক বড়ুয়া, জাহাঙ্গীর মিঞা, এস এম আবদুল আজিজ, সৈয়দা রিফাত আক্তার নিশু, সুপ্রতিম বড়ুয়া, মৃণালিনী চক্রবর্তী, এম কামাল উদ্দীন প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, চট্টগ্রাম একাডেমি হাঁটি হাঁটি পা পা করে অনেকদূর এগিয়েছে। একে আরো সুন্দর, সমৃদ্ধ ও উন্নত করতে যে যার অবস্থান থেকে সহযোগিতা করবেন। একাডেমির উল্লেখযোগ্য একটি কাজ স্বাধীনতার বইমেলা। গত দেড়যুগ ধরে নিয়মিত বইমেলার আয়োজন করেছে। গতবছরও সে ধারাবাহিকতায় মার্চে বইমেলার আয়োজন করে। কিন্তু করোনার কারণে সবকাজ গুছিয়ে আনার পরও শেষ পর্যন্ত স্থগিত করা হয়। বইমেলা স্থগিত হলেও স্মারকগ্রন্থ প্রকাশের কাজটি অব্যাহত রাখা হয়। আজ সেই গ্রন্থটি প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত। একই সাথে আজ চার ব্যক্তিত্বকে সম্মাননা জানানো হয়। একাডেমির আজীবন সদস্য হিসেবে এরা যুক্ত হয়ে একাডেমির আগামীর পথচলাকে আরও সুন্দর ও সমৃদ্ধ করবেন। পরে সম্মাননাপ্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেন ড. আনোয়ারা আলম। তারা একইসাথে বইমেলা স্মারকগ্রন্থের মোড়কও উন্মোচন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআধুনিক পদ্ধতিতে উন্নত মানের রাবার চাষ নিয়ে প্রশিক্ষণ
পরবর্তী নিবন্ধদেশে প্রথম শুরু হলো মেন্টর ডেভেলপমেন্ট ক্যাম্প