চট্টগ্রাম: এক নীরব কবিতা, যার প্রতিটি পঙ্‌ক্তি হৃদয়ে লেখা

রিনিক মুন | মঙ্গলবার , ৪ নভেম্বর, ২০২৫ at ৮:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামশুধু একটি শহরের নাম নয়, এটি প্রকৃতির হাতে গড়া এক জীবন্ত কবিতা, এক অনুভব, এক ভালবাসার পরশ, যা হৃদয়ে একবার ছোঁয়া লাগলে চিরকাল রয়ে যায়। বাংলাদেশের দক্ষিণপূর্ব প্রান্তে অবস্থিত এই অপরূপ নগরী যেন এক অনন্ত রঙের ক্যানভাস, যেখানে সবুজ পাহাড় আর নীল সাগরের প্রেম নিবেদনে গড়ে উঠেছে এক অপার্থিব দৃশ্যপট। এখানে পাহাড় মাথা তুলে দাঁড়িয়ে আছে শতাব্দীর নীরবতা নিয়ে, আবার সমুদ্রের ঢেউ বুকে হাওয়া নিয়ে ছুটে আসছে আপন কোলে টেনে নিতে। চট্টগ্রাম এমন এক স্থানের নাম, যেখানে প্রকৃতি কেবল দেখা নয়, অনুভব করা যায়শ্রবণে, স্পর্শে, নিঃশ্বাসে।

এই শহরের সকাল শুরু হয় কুয়াশা ভেজা পাহাড়ের কোলে পাখির কুহুতান দিয়ে, আর সন্ধ্যা নামে লাল রঙে রাঙা সূর্যকে সাগরের বুকে বিলীন করে দিয়ে। পতেঙ্গার পাড়ে দাঁড়িয়ে যখন চোখের সামনে ঢেউয়ের খেলা চলে, তখন মনে হয়, প্রকৃতি যেন হৃদয়ের গোপন ভাষায় কিছু বলে যেতে চায়। ফয়’স লেকের শান্ত জলে ছায়া ফেলে থাকা আকাশ, সিআরবির ছায়াঘেরা পথ ধরে হেঁটে যাওয়া একান্ত মুহূর্ত, কিংবা নাসিরাবাদের পাহাড়ি হাওয়াসবকিছু যেন মনের ভেতরে ঘর বাঁধে, স্মৃতির পাতায় ছবি হয়ে আঁকা থাকে।

চট্টগ্রামের রন্ধ্রে রন্ধ্রে যে সৌন্দর্য লুকিয়ে আছে, তা শুধু চোখে দেখার নয়, হৃদয়ে ধারণ করার। এই শহরের প্রতিটি বাঁক, প্রতিটি উঁচুনিচু রাস্তা, গাছপালা, পাখির ডাকাসব মিলিয়ে এক জ্যান্ত গান হয়ে বাজে মনের ভেতর। পাহাড়ি জনপদের মানুষগুলোর মুখে যে সরল হাসি, চোখে যে আন্তরিকতা, আর কণ্ঠে যে মধুরতাতা সহজেই হৃদয় ছুঁয়ে যায়। চট্টগ্রামের মানুষ প্রকৃতির মতোই উদার, শান্ত, আর অন্তরের গভীর থেকে ভালোবাসতে জানে। এখানকার আতিথেয়তা শুধুই ভোজনদায়ী নয়, তা হৃদয় খুলে দেওয়া বন্ধুত্বের মতো।

চট্টগ্রামের গন্ধও আলাদাচকবাজারের খাবারের সুগন্ধ, আগ্রাবাদের ভিজে মাটির গন্ধ, পাহাড়ি পথের সজীবতা কিংবা সাগরপাড়ের লবণাক্ত বাতাসসব মিলিয়ে এই শহর যেন এক অদ্ভুত নেশা। এখানে ভাষা শুধু মুখের নয়, দৃশ্যের, প্রকৃতির, আর মনের। এখানে প্রতিটি ঋতু তার নিজের রূপে আসে, প্রতিটি বৃষ্টি মাটিকে ভালোবাসায় ভিজিয়ে দিয়ে যায়।

চট্টগ্রাম তাই কেবল একটি ভূগোলের নাম নয়এটি এক পরম অনুভূতির আশ্রয়, যা মানুষকে কাছে টানে, বুকে জড়িয়ে ধরে। দূরে গেলে মনে পড়ে, কাছে থাকলে চোখ জুড়ায়। এই শহর এক নীরব কবিতা, যার প্রতিটি পঙক্তি হৃদয়ে লেখা; এক চিরন্তন ভালোবাসা, যা সময়ের বাইরে গড়ে উঠেছে। চট্টগ্রামকে ভালোবাসা যায় না, তাকে আপন মনে হয়। কারণ সে প্রকৃতির ভাষায় গড়ে ওঠা এক প্রেম, যা চোখে দেখা যায় না, কেবল মনের গভীরে বেজে চলে সারাটি জীবন।

পূর্ববর্তী নিবন্ধমেঘের বেলা
পরবর্তী নিবন্ধইন্টারনেট ব্যবহারে অগ্রগতি, অপব্যবহারে বিপত্তি