চট্টগ্রাম উপ–আঞ্চলিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা আজ বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা সদরে শুরু হচ্ছে। উপ–অঞ্চলের অধিভুক্ত নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কঙবাজার ও স্বাগতিক চট্টগ্রাম সহ ৭টি জেলার ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, দাবা ও সাঁতারু দলগুলো তিনদিনব্যাপী প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল মাঠে ফুটবল, সরকারি মুসলিম স্কুল মাঠে কাবাডি, চট্টগ্রাম সরকারি বালিকা স্কুল মাঠে হ্যান্ডবল, নাসিরাবাদ সরকারি বালক স্কুল মিলনায়তনে দাবা এবং জেলা ক্রীড়া সংস্থার সুইমিং কমপ্লেক্সে সূচি অনুযায়ী সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মাউশি চট্টগ্রাম অঞ্চলের উপ–পরিচালক উত্তম খিসাকে সভাপতি এবং ডা. খাস্তগীর সরকারি বালিকা স্কুলের প্রধান শিক্ষক সাহেদা আক্তারকে সদস্য সচিব করে প্রতিযোগিতা পরিচালনা কমিটিসহ আরো কয়েকটি উপ–কমিটি গঠন করা হয়।