চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জোন ফাইনাল সম্পন্ন

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট ।। মহানগর ও জেলা পর্যায়ের ফাইনাল আজ

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ২ জুলাই, ২০২২ at ১০:৩০ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তর আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ বালক ফুটবল টুর্নামেন্টে জেলা পর্যায়ে চট্টগ্রাম দক্ষিণ জোনে আনোয়ারা এবং চট্টগ্রাম উত্তর জোনে ফটিকছড়ি ফাইনালে উঠেছে।

গতকাল শুক্রবার এম এ আজিজ স্টেডিয়ামে সকালে অনুষ্ঠিত বালক বিভাগে দক্ষিণ জোন ফাইনালে আনোয়ারা ১-০ গোলে বাঁশখালীকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে কামরুল হাসান একমাত্র গোলটি করেন। একই ভেন্যুতে বিকেলে অনুষ্ঠিত উত্তর জোন ফাইনালে ফটিকছড়ি ৪-০ গোলে রাঙ্গুনিয়াকে পরাজিত করে। বিজয়ী দলের আবদুল্লাহ মো. তায়েফ এবং নিশাদ মাহমুদ ২টি করে গোল করেন। বালক বিভাগে উত্তর জোন চ্যাম্পিয়ন ফটিকছড়ি এবং দক্ষিণ জোন চ্যাম্পিয়ন আনোয়ারা আজ ২ জুলাই বিকাল ৪টায় জেলা পর্যায়ের ফাইনালে লড়বে। এম এ আজিজ স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হবে।

এদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ বালিকা ফুটবল টুর্নামেন্টে জেলা পর্যায়ের ফাইনালে উঠেছে চট্টগ্রাম দক্ষিণ জোনে পটিয়া এবং চট্টগ্রাম উত্তর জোনে সীতাকুন্ড।

গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে সকালে অনুষ্ঠিত চট্টগ্রাম দক্ষিণ জোন ফাইনালে পটিয়া ৩-২ গোলে বাঁশখালীকে পরাজিত করে। পটিয়ার পক্ষে সোমা সর্দার ২টি এবং সুবর্ণা চৌধুরী ১টি গোল করেন। বাঁশখালীর পক্ষে তানিয়া আক্তার ১টি গোল করেন। অপর গোলটি হয় আত্মঘাতি। একই ভেন্যুতে বিকেলে অনুষ্ঠিত চট্টগ্রাম উত্তর জোন ফাইনালে সীতাকুন্ড ২-০ গোলে ফটিকছড়িকে পরাজিত করে। বিজয়ী দলের আলো রানী দাশ এবং নুসরাত জাহান ইমা ১টি করে গোল করেন। উত্তর জোন চ্যাম্পিয়ন সীতাকুণ্ড এবং দক্ষিণ জোন চ্যাম্পিয়ন পটিয়া আজ ২ জুলাই বিকাল ২.৩০টায় বালিকা বিভাগের জেলা পর্যায়ের ফাইনালে অবতীর্ণ হবে। এ খেলাও এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এদিকে আজ সকাল ১১টায় চট্টগ্রাম মহানগর বালক বিভাগের ফাইনালে কোতোয়ালী এবং চান্দগাঁও এবং সকাল ৯.৩০টায় বালিকা বিভাগের ফাইনালে ডবলমুরিং এবং কোতোয়ালী পরস্পরের মুখোমুখি হবে। এ দুটি খেলাও এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। পরে পুরস্কার বিতরণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে ইয়াবা পাচার মামলায় দুই ভাইয়ের ১০ বছরের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু চ্যাম্পিয়নশিপের ফাইনালে চট্টগ্রাম