চট্টগ্রাম আবৃত্তি সম্মিলনের ‘বিজয়ের পঙক্তিমালা’

| রবিবার , ১৫ ডিসেম্বর, ২০২৪ at ১১:২০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম আবৃত্তি সম্মিলনের বাঙালি জাতির হাজার বছরের সংগ্রাম ও ইতিহাসে মুক্তিযুদ্ধ এক ঐতিহাসিক ও গৌরবময় অধ্যায়। মহান মুক্তিযুদ্ধ ও বিজয় দিবস স্মরণে চট্টগ্রাম আবৃত্তি সম্মিলনের আয়োজনে গতকাল ১৩ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৬ টায় জেলা শিল্পকলা একাডেমিতে আবৃত্তি ও কথায় ‘বিজয়ের পঙক্তিমালা’ শিরোনামে অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত কবি হেলাল হাফিজ স্মরণে নীরবতা পালন করা হয়।

এরপর মহান মুক্তিযুদ্ধ ও বিজয় দিবসকে নিবেদন করে একক আবৃত্তি পরিবেশনায় অংশ নেন সানজিদা আকতার, লাবণ্য মুৎসুদ্দি, পুস্পিতা সর্ববিদ্যা, মুনমুন বড়ুয়া, বাপ্পী হায়দার, অজন্তা ভট্টাচার্য্য, লিটন কান্তি সরকার, সুমিষ্ঠা বড়ুয়া, তৃষিতা চৌধুরী, সমৃদ্ধ বড়ুয়া দীপ্র, তাজুল ইসলাম, সায়েম উদ্দীন, অরিত্রি দাশ, ইসফাক শুভ, আঁখি আকতার, স্বস্তিকা দেব। দলীয় পরিবেশনায় অংশগ্রহণ করেন আন্তর্জাতিক বিশ্বতান, অদিতি সঙ্গীত নিকেতন, সন্দীপনা আবৃত্তি বিভাগ, নরেন আবৃত্তি একাডেমি, বোধন আবৃত্তি পরিষদ, প্রমা আবৃত্তি সংগঠন, ত্রিতরঙ্গ আবৃত্তি দল।

শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রধান সমন্বয়কারী মিশফাক রাসেল। পুরো আয়োজনটির সঞ্চালনায় ছিলেন সুচয়ন সেনগুপ্ত ও আনিকা ফেরদৌস।

পূর্ববর্তী নিবন্ধবিজয় দিবসে লন্ডন মাতাবে চিরকুট
পরবর্তী নিবন্ধপাকিস্তানে তেল গ্যাসের নতুন খনি আবিষ্কার