মুজিববর্ষ সিজেকেএস প্রথম বিভাগ হকি লিগে গতকাল মঙ্গলবারও্র দুটি খেলা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম খেলায় চট্টগ্রাম আবাহনী লি: ৭-০ গোলে স্টার ক্লাবকে পরাজিত করে। চট্টগ্রাম আবাহনী লি: এর পক্ষে সামী ৩টি গোল করেন। এছাড়া কফিল, রাতুল, শিমুল এবং সাকিব প্রত্যেকেই ১টি করে গোল করেন। এ খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন চট্টগ্রাম আবাহনী লি: এর শিমুল। তাকে ম্যান অফ দ্যা ম্যাচ ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস হকি কমিটির যুগ্ম সম্পাদক তরুণ কান্তি ভট্টাচার্য।
দিনের দ্বিতীয় খেলায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (চট্টগ্রাম) ৩-০ গোলে পাথরঘাটা দূর্বার সাংস্কৃতিক গোষ্ঠিকে পরাজিত করে। বিজয়ী দলের আনোয়ার ২টি এবং আরিফ ১টি গোল করেন। এ খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (চট্টগ্রাম) এর আনোয়ার। তাকে ম্যান অফ দ্যা ম্যাচ ক্রেস্ট প্রদান করেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস.এম.শহীদুল ইসলাম।