চট্টগ্রাম আদালতে ফুলকোর্ট রেভারেন্স

| শুক্রবার , ২৭ নভেম্বর, ২০২০ at ৬:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামে কর্মরত বিজ্ঞ বিচারক ও বিজ্ঞ আইনজীবীদের উপস্থিতিতে ফুলকোর্ট রেভারেন্স জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতের এজলাসে বেলা ১১টায় অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকবৃন্দ, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওসমান গণি, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমী, অতিরিক্ত জেলা ও দায়রা জজগণ, অতিরিক্ত মহানগর দায়রা জজগণ, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটবৃন্দ সহ অন্যান্য বিচারকবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ মোক্তার আহমদ, সাধারণ সম্পাদক এ.এইচ.এম. জিয়াউদ্দিন, সিনিয়র সহ সভাপতি শেখ মো. ছাবেদুর রহমান, সহ সভাপতি মো. আজিজুল হক চৌধুরী, সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ কবির হোসাইন, অর্থ সম্পাদক মঈনুল আলম চৌধুরী (টিপু), পাঠাগার সম্পাদক মো. আলী আকবর (সানজিক), সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক রুনা কাশেম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. ইমরুল হক মেনন, নির্বাহী সদস্য যথাক্রমে, তানজিন আক্তার সানি, মুহাম্মদ শফিউল আজম বাবর, নাসরিন আক্তার চৌধুরী, মো. রবিউল আলম প্রমুখ। ফুলকোর্ট রেভারেন্স শেষে সমিতির ৩নং মিলনায়তনে শোক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আইনজীবী সমিতির সহ সভাপতি আজিজুল হক চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এ.এইচ.এম. জিয়াউদ্দিন। সঞ্চালনায় ছিলেন সমিতির সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ কবির হোসাইন। সভায় প্রয়াতদের কর্মময় জীবন সমপর্কে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি মো. মুজিবুল হক, কফিল উদ্দিন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ হাশেম, মো. আবদুর রশীদ, আইয়ুব খান, সাবেক সিনিয়র সহ সভাপতি দিদারুল আলম চৌধুরী, নুরুল আনোয়ার চৌধুরী, মুহাম্মদ নজমুল হক, ফৌজুল আমিন চৌধুরী, কাশেম কামাল, আবদুল আল মামুন, রবিউল হোসেন নয়ন, নজরুল ইসলাম, মো. বদরুল রিয়াজ, মঞ্জুরুল আজম চৌধুরী, গিয়াস উদ্দিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমাস্ক ব্যবহার না করায় বাঁশখালীতে ৩৯ জনকে জরিমানা
পরবর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়িতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা