চট্টগ্রাম আদালত ভবনে সরকারবিরোধী স্লোগান, আটক ৭

আজাদী প্রতিবেদন | শনিবার , ১১ অক্টোবর, ২০২৫ at ১০:৪৫ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী থানাধীন জামালখান এলাকা থেকে সিকান্দার হোসেন রানা (৩৯) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার রানা কর্ণফুলী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে। এদিকে গতকাল চট্টগ্রামের বিশেষ আদালতে তোলা হলে তার অনুসারীরা বিভিন্ন সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল করার চেষ্টা করে। এ সময় ঘটনাস্থল থেকে সাত জনকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন তাহের মাঝি, সানী, হোসেন, ফয়সাল, পারভেজ, মামুন ও জিয়া। তারা কর্ণফুলীর শিকলবাহা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম জানান, যুবলীগ নেতা রানাকে আদালতে তোলার সময় কয়েকজন স্লোগান দেয়; পরে তাদের ধাওয়া করে ৭ জনকে আটক করা হয়েছে এবং বিষয়টি যাচাইবাছাই চলছে। আটককৃতদের বিরুদ্ধে কী ধারা প্রযোজ্য হবে তা পুলিশের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

পূর্ববর্তী নিবন্ধপলিথিন ও প্লাস্টিক থেকে উৎপাদন হচ্ছে ফার্নিচার
পরবর্তী নিবন্ধ৭৮৬