চট্টগ্রাম অঞ্চলের জন্য সম্মিলিত পরিষদের প্যানেল ঘোষণা

বিজিএমইএ নির্বাচন

| মঙ্গলবার , ২২ এপ্রিল, ২০২৫ at ৫:২৫ পূর্বাহ্ণ

বিজিএমইএ ২০২৫২০২৭ সালের দ্বিবার্ষিক নির্বাচনের জন্য চট্টগ্রাম অঞ্চলের প্যানেল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে সম্মিলিত পরিষদ। গত রোববার চট্টগ্রাম ক্লাবে ঈদপরবর্তী এক পুনর্মিলনী অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। ইন্ডিপেন্ডেন্ট এ্যাপারেলস লিমিটেডএর ব্যবস্থাপনা পরিচালক এস এম আবু তৈয়বকে চট্টগ্রাম অঞ্চলের প্যানেল প্রধান হিসেবে মনোনীত করা হয়েছে। এই দলে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে রয়েছেন এইচকেসি এ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রকিবুল আলম চৌধুরী।

প্যানেলে আরো রয়েছেন আর.এস.বি. ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন শেখর দাস. মদিনা ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুসা, বিএসএ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাফিদ নবী, প্যাসিফিক জিন্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর, আরডিএম এ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা সরোয়ার রিয়াদ, টপ স্টার ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আফসার হোসেন এবং সনেট গ্রুপের পরিচালক গাজী মো. শহীদুল্লাহ।

প্যানেলের ঐতিহ্য অনুযায়ী, এই প্যানেল নির্বাচিত হলে এস এম আবু তৈয়ব প্রথম সহসভাপতি এবং রকিবুল আলম চৌধুরী সহসভাপতি হিসেবে আঞ্চলিক নেতৃত্বে থাকবেন। বাকি সদস্যরা চট্টগ্রাম অঞ্চলের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্যানেল ঘোষণার পর বক্তারা চট্টগ্রামের তৈরি পোশাক খাতের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করেন। তারা কারখানা মালিকদের মধ্যে খোলামেলা আলোচনার গুরুত্ব এবং সম্মিলিতভাবে সংকট মোকাবিলার ওপর জোর দেন, যাতে খাতটি একটি টেকসই ভবিষ্যতের পথে এগিয়ে যেতে পারে। প্যানেল স্বচ্ছতা, ঐক্য এবং দায়িত্ববোধ নিয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বক্তব্য রাখেন বিজিএমইএ’র সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান এবং বিজিএমইএ ২০২৫২০২৭ সালের দ্বিবার্ষিক নির্বাচনের প্রধান সমন্বয়ক ও বিজিএমইএ’র সাবেক সভাপতি ফারুক হাসান। সম্মিলিত পরিষদের প্যানেল লিডার মো. আবুল কালামও অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন। উপস্থিত ছিলেন বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি এরশাদ উল্লাহ এবং এস এম নুরুল হক সহ অনেক ব্যবসায়ী নেতা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিজিএমইএ’র সাবেক প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম। আগামী ৩১ মে বিজিএমইএএর দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনন্দীরহাট লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমে রজতজয়ন্তী উৎসব সম্পন্ন
পরবর্তী নিবন্ধশুদ্ধ শাস্ত্রীয় সঙ্গীতচর্চা মানুষকে সুস্থ রাখতে পারে