চটের ব্যাগে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ

বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়নের অভিযান

টেকনাফ প্রতিনিধি | বুধবার , ২৪ নভেম্বর, ২০২১ at ৪:৫৯ অপরাহ্ণ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে যার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে এ ব্যাটালিয়নের অধীনস্থ লেদা বিওপি’র দায়িত্বপূর্ণ (বিআরএম-১১ হতে আনুমানিক ১.৫ কিলোমিটার) দক্ষিণে আলীখাল সোলার প্রজেক্ট সংলগ্ন লবণ মাঠ এলাকা দিয়ে একটি মাদকের বড় চালান মিয়ানমার হতে বাংলাদেশে পাচার হতে পারে।

উক্ত সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে ব্যাটালিয়ন সদর হতে একটি বিশেষ টহল দল দ্রুত উক্ত এলাকায় গিয়ে কয়েকটি উপদলে বিভক্ত হয়ে আলীখাল সোলার প্রজেক্ট সংলগ্ন লবণের মাঠের ভেতর আইলের আঁড় নিয়ে গোপনে অবস্থান গ্রহণ করে।

আনুমানিক রাত ১১টার সময় উক্ত লবণ মাঠ এলাকা দিয়ে ২-৩ জন দুষ্কৃতকারীকে একটি সাদা চটের ব্যাগ নিয়ে আসতে দেখা যায়। টহলদল উক্ত ব্যক্তিদের দেখামাত্রই চ্যালেঞ্জ করে খুব দ্রুত অগ্রসর হয়। দুষ্কৃতকারীরা দূর হতে বিজিবি টহলদলের উপস্থিতি টের পাওয়া মাত্রই বহনকৃত ব্যাগটি ফেলে দিয়ে রাতের অন্ধকারে পাশের রঙ্গিখালী গ্রামের দিকে পালিয়ে যায়।

পরবর্তীতে টহলদল ঐ স্থানে পৌঁছে তল্লাশি অভিযান পরিচালনা করে মাদক পাচারকারীদের ফেলে যাওয়া ব্যাগটি উদ্ধার করে।

উদ্ধারকৃত ব্যাগের ভিতর হতে পাঁচ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়।

মাদক কারবারিদের আটকের জন্য ওই এলাকা ও নদীর তীরসহ পার্শ্ববর্তী স্থানে আজ বুধবার (২৪ নভেম্বর) ভোর রাত আড়াইটা পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোনো পাচারকারী কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি।

তবে তাদেরকে শনাক্ত করার জন্য এ ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

উল্লেখ্য, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) টেকনাফ সীমান্তের দায়িত্বভার গ্রহণের পর হতে মাদকদ্রব্য পাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, মানবপাচারসহ সীমান্তে সংঘটিত সকল প্রকার সীমান্ত অপরাধ প্রতিরোধকল্পে অতন্দ্র প্রহরী হিসেবে নিরলসভাবে কাজ করে ধারাবাহিক সাফল্য অর্জন করে যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে কমছে বিদ্যুৎ উৎপাদন
পরবর্তী নিবন্ধখালেদার বিদেশে চিকিৎসার দাবিতে স্মারকলিপি দিল বিএনপি