বহুবছর পর সিনেমাতে অভিনয় করেছেন নব্বই দশকের তুমুল জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমি। ২০ মে মুক্তির অপেক্ষায় থাকা ‘পাপ পুণ্য’– তে এই তারকা ‘পারুল বানু’ নামে গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করেন। ‘মনপুরা’ খ্যাত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় ছবিতে থাকতে পেরে চমৎকার অভিজ্ঞতা অর্জন করেছেন বলে জানিয়েছেন আফসানা মিমি।
সেই সঙ্গে দাপুটে অভিনেতা চঞ্চল চৌধুরী ও হালের ব্যস্ততম নায়ক সিয়াম আহমেদের প্রতি মুগ্ধতার কথাও জানালেন তিনি। আফসানা মিমি বলেন, চঞ্চলের সঙ্গে এই প্রথম কাজ হলো। সিয়ামকেও অন্যভাবে পেয়েছি। শুটিংয়ের ফাঁকে আমরা প্রচুর গল্প করতাম। আমাদের আলাপে বিভিন্ন বিষয় উঠে আসতো।
অভিনেতা পরিচয়ের বাইরে এই দুজনকে আমি নতুনভাবে আবিষ্কার করেছি। আমার কাছে মনে হয়েছে চঞ্চল–সিয়াম আগামিতে ইন্ডাস্ট্রি লিড করবে।