চকলেটের লোভ দেখিয়ে বিক্রির উদ্দেশ্যে শিশুকে অপহরণ, যুবক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ১০ ডিসেম্বর, ২০২৫ at ৭:৪২ পূর্বাহ্ণ

নগরের আকবর শাহ থানার বিশ্বকলোনি কাঁচাবাজার এলাকা থেকে অপহৃত চার বছরের এক শিশুকে নোয়াখালী থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় গ্রেপ্তার করা হয় আজাদ (৩৮) নামে অপহরণকারীকেও। গত সোমবার দিবাগত মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ধৃত আজাদ চকলেটের লোভ দেখিয়ে ওই শিশুকে অপহরণ করে বিক্রি করে দেয়ার উদ্দেশে নোয়াখালী নিয়ে যায় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।

সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বকলোনি কাচাঁবাজার এলাকার বাসিন্দা মো. আবু সায়েদ (২৮) গত ৭ ডিসেম্বর তার চার বছর বয়সী ছেলে নিখোঁজ হয়েছে উল্লেখ করে আকবর শাহ থানায় একটি জিডি করে। জিডিতে বলা হয়, সকাল ১০টা ২০ মিনিটে তার ছেলে বাসার সামনের রাস্তায় খেলতে যায়। কিন্তু দীর্ঘ সময় অতবাহিত হলেও বাসায় ফিরেনি। পরে ঘটনাস্থল সহ আশপাশ এলাকার সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে সন্ধান মিলেনি।

এদিকে জিডির সূত্র ধরে অনুসন্ধান শুরু করে পুলিশ। পুলিশ আশেপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখতে পায়, ওই শিশুকে বিশ্বকলোনি কাঁচাবাজার ছড়ার পাড়, জিব্লকএর রাস্তার উপর থেকে একজন লোক কোলে করে নিয়ে যাচ্ছে। পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণকারী আজাদকে শনাক্ত করে। এরপর অপহরণের ৩৬ ঘণ্টার মধ্যে সোমবার দিবাগত রাতে নোয়াখালী জেলার সুধারাম মডেল থানার মাইজদি কোর্টের বিপরীত পাশে ওয়ালটনের সামনে থেকে আজাদকে গ্রেপ্তার করে এবং ওই শিশুকে উদ্ধার করে।

পূর্ববর্তী নিবন্ধডিভাইসে সারছে অর্ধশত শিশুর জন্মগত হৃদপিণ্ডের ত্রুটি
পরবর্তী নিবন্ধইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ