চকরিয়ায় ৬ কোটি টাকার চারটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

চকরিয়া প্রতিনিধি | রবিবার , ১২ মার্চ, ২০২৩ at ১০:২৫ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ার উপকূলীয় ইউনিয়ন বদরখালী ইউপি থেকে দক্ষিণ মাথা ফিশারীঘাট ভায়া ফুলতলা বাজার পর্যন্ত ১২০০ মিটার কার্পেটিং সড়কের কাজ সম্পন্ন হওয়ার পর চলাচলের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়েছে।

গতকাল শনিবার সকালে কক্সবাজার১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম ১ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই সড়কটির উদ্বোধন করেন। এমপি একই দিন বদরখালীতে আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জব্বরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের পোকখালী রেডক্রিসেন্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনটি একাডেমিক ভবন উদ্বোধন করেন। এনিয়ে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে এসব উন্নয়ন প্রকল্প উদ্বোধন করা হলো গতকাল শনিবার।

এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান, উপজেলা প্রকৌশলী মো. সাফায়াত ফারুক চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মকছুদুল হক চুট্টু, বদরখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরে হোছাইন আরিফ, দেলোয়ার হোসেন, মঈন উদ্দিন, বদরখালী ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম ভুট্টো সিকদার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআমেরিকার ষোড়শ বৃহত্তম ব্যাংক দেউলিয়া, বন্ধ ঘোষণা
পরবর্তী নিবন্ধকাতার সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন কাল