চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চকরিয়া প্রতিনিধি | রবিবার , ২৭ জুলাই, ২০২৫ at ৫:০৯ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে মো. আলাউদ্দিন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ডের কাজীর পাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। আলাউদ্দিন ওই এলাকার মো. কালা মনুর পুত্র। পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা এম নুরুস সফি বলেন, সকালে নিজ বাড়িতে কাজ করছিল আলাউদ্দিন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে বাড়ির ভেতরেই প্রাণ হারায়। তার আকস্মিক মৃত্যুতে পুরো পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে শিক্ষার্থীদের লাঠি ও ঝাড়ু মিছিল
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে হারানো ৫ মোবাইল উদ্ধার করে মালিককে দিল পুলিশ