কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের মছন সিকদার পাড়ার নুরুল আলম সওদাগরের বাড়িতে লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করেছে বলে দাবি পরিবারটির। গত রবিবার দিবাগত রাত দশটার দিকে এই ঘটনা ঘটে।
জানা যায়, বাড়ির কর্তা ব্যবসায়ী নুরুল আলমের স্ত্রী জাহানারা বেগম বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই কারণে পরিবারের সকলেই চট্টগ্রামে অবস্থান করছেন। মুন্না নামের এক কলেজপড়ুয়া ছাত্র বাড়িতে ছিল। সে ওই ব্যবসায়ীর নাতি।
ব্যবসায়ীর জামাতা জহিরুল ইসলাম জানান, তার শাশুড়ির চিকিৎসার জন্য পরিবারের সবাই চট্টগ্রামে অবস্থান করছেন। মুন্না নামের এক কলেজপড়ুয়া ছাত্র বাড়িতে ছিল। সে ওই ব্যবসায়ীর নাতি। সে রবিবার রাত ৯টার দিকে বাড়ির দরজায় তালা দিয়ে হারবাং বাজারে কাপড় স্ত্রী করাতে যায়। কিন্তু রাত সাড়ে দশটার দিকে সে বাড়িতে এসে দেখতে পায় তালা কেটে, দরজা ভেঙে বাড়ির ভেতরের সমুদয় মালামাল লুট করা হয়েছে।
তিনি জানান, বাড়ির ভেতরের বিভিন্ন কক্ষে থাকা কয়েকটি আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মোট ৩০ লাখ টাকা মূল্যের মালামাল নিয়ে যায়। ঘটনা চলাকালে আশপাশের বসতবাড়ির লোকজন বড় বড় শব্দ শুনতে পেলেও রাত বেশি না হওয়ায় মনে করেছিলেন বাড়িতে কাজ করছেন। তাই ধুমধাম আওয়াজ হচ্ছে। পরে রাত সাড়ে দশটার দিকে ব্যবসায়ী নুরুল আলমের নাতি মুন্না বাড়িতে এসে এই অবস্থা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এর পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করেন।
এ ব্যাপারে চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, এটি রহস্যজনক ঘটনা মনে হচ্ছে প্রাথমিকভাবে। তদন্তের পর বলা যাবে আসল ঘটনা কী। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।












