চকরিয়ায় বাস-মাইক্রোর মুখোমুখি সংঘর্ষে ১০ যাত্রী আহত

চকরিয়া প্রতিনিধি | রবিবার , ৬ জুন, ২০২১ at ৬:১৩ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে মাইক্রোবাসের চালকসহ অন্তত ১০ জন আহত হয়েছে। তন্মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক নয় বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। গতকাল শনিবার বিকেল চারটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং মাদ্রাসা গেট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
আহতরা হলেন- মাইক্রোবাস চালক মো. হোছাইন (৩৫), যাত্রী আবদুশ শুক্কুর (৫৫), হালিমা আক্তার (৪০), আবদুস সালাম (৩৫), টিটু দাশ (২৮), নুরুল কাদের (৩৫), মো. আরমান (২২)। আহত তিনজনের পরিচয় পাওয়া যায়নি।
মহাসড়কের বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ওসি (ইন্সপেক্টর) শরফুদ্দীন জানান, কক্সবাজার ছেড়ে আসা বান্দরবানমুখি একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী মাইক্রোবাসের। এতে কয়েকজন যাত্রী আহত হলেও তাদের অবস্থা তেমন আশঙ্কাজনক নয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গাড়ি দুটি সরিয়ে নেওয়াসহ এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।

পূর্ববর্তী নিবন্ধ১৮ দিনের রিমান্ড শেষে কারাগারে মামুনুল
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে প্রবাসফেরত সিএনজি চালক নিহত