চকরিয়ায় বজ্রপাতে রাখাল কিশোরের মৃত্যু

চকরিয়া প্রতিনিধি | সোমবার , ২৮ জুলাই, ২০২৫ at ৪:৩৬ পূর্বাহ্ণ

চকরিয়ায় বজ্রপাতে মিজবাহ উদ্দিন (১৬) নামের এক রাখাল কিশোর নিহত হয়েছে। নিহত মিজবাহ উপজেলার খুটাখালী ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের উত্তর ফুলছড়ি খাসঘোনা গ্রামের আবুল কাসেমের ছেলে। গতকাল রবিবার সকালে তলীয়াঘোনা পেটবারা নামক এলাকায় এই বজ্রপাতে নিহতের ঘটনা ঘটে।

রাখাল কিশোর মিজবাহ মহিষ চরানোর সময় বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ওই ওয়ার্ডের সাবেক মেম্বার ওয়াসিম আকরাম।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফ-সেন্টমার্টিনে প্লাবিত দুই শতাধিক বসতি
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে গণতান্ত্রিক যুব ফোরামের কর্মী নিহত