চকরিয়ায় নিহত ৬ ভাইয়ের পরিবারকে ৩৫ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

চকরিয়া প্রতিনিধি | বুধবার , ১৩ এপ্রিল, ২০২২ at ৭:০০ পূর্বাহ্ণ

চকরিয়ায় পিকআপচাপায় নিহত ৬ ভাইয়ের পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষতিগ্রস্ত পরিবারকে এককালীন ৩৫ লাখ টাকা অর্থ সহায়তা দিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর দেওয়া সেই অনুদানের চেকগুলো হস্তান্তর করা হয়।
এ উপলক্ষে ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রয়াত সুরেশ চন্দ্র শীলের বাড়ির উঠানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর। চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাফর আলম এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বুঝেন স্বজন হারানোর বেদনা কী। শেখ হাসিনা আজ প্রধানমন্ত্রী আছেন বলেই পরিবারগুলো এই অর্থ সহায়তা পেয়েছেন।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান দৈনিক আজাদীকে বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ইতোপূর্বে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিন দফায় ৩ লক্ষ ৬০ হাজার টাকা প্রদান করা হয়। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ৪ লক্ষ টাকাসহ বিভিন্ন খাদ্যসামগ্রীও দেওয়া হয়। সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একসঙ্গে দেওয়া হলো ৩৫ লক্ষ টাকা। এছাড়াও তাদের স্থায়ী ঠিকানা হিসেবে সরকারি খাস জায়গায় একসঙ্গে ৮টি বাড়ি নির্মাণ করে দেওয়ার কাজ চলমান রয়েছে। এসব বাড়ির প্রত্যেকটিতে খরচ হচ্ছে ২ লক্ষ ৫৯ হাজার টাকা করে। যত দ্রুত সম্ভব এসব পরিবারকে সেখানে স্থানান্তর করা হবে। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাত উজ-জামান, চকরিয়া-পেকুয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. তফিকুল আলম, থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআজ ফুলকির ছোটদের বৈশাখী মেলা শুরু
পরবর্তী নিবন্ধস্ত্রীর পর চিকিৎসাধীন স্বামীর মৃত্যু