চকরিয়ায় নিজ বাড়িতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

চকরিয়া প্রতিনিধি | শনিবার , ২৬ জুলাই, ২০২৫ at ১:৩৫ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় নিজ বাড়িতে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল দশটার দিকে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাজীর পাড়া জামে মসজিদের সামনে নিজ বাড়িতেই মর্মান্তিক এই দুর্ঘটনা সংঘটিত হয়।

মারা যাওয়া যুবকের নাম মো. আলাউদ্দিন (২৫)। তিনি ওই এলাকার মো. কালা মনুর পুত্র।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর (বহিস্কৃত) এম নুরুস সফি।

তিনি বলেন- সকালে নিজ বাড়িতে কাজ করছিলেন আলাউদ্দিন। এ সময় অসতর্কাবশত বিদ্যুতায়িত হয়ে বাড়ির ভেতরেই প্রাণ হারায় সে। তাঁর আকষ্মিক মৃত্যুতে পুরো পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধযুবদল নেতা বাদশার বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবিতে মানববন্ধন
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে দুই গ্রুপের গোলাগুলি, নিহত ৪