চকরিয়ায় ট্রাক চাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

পটিয়ায় বাসের ধাক্কায় তরুণ আইনজীবী নিহত

চকরিয়া ও পটিয়া প্রতিনিধি | শনিবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২১ at ৫:১০ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন মোটর সাইকেল আরোহী দুই যুবক। পটিয়ায় বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন মোটর সাইকেল আরোহী এক তরুণ আইনজীবী। উভয় ঘটনাই ঘটে গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায়।
চকরিয়ার ঘটনায় দুইজন নিহতের পাশাপাশি গুরুতর আহত হয় অপর আরোহীও। তাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া স্টেশনের অদূরে মহেশখালী পাড়ার রাস্তার মাথায় এই ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মধ্যম বানিয়ারছড়া গ্রামের নেজাম উদ্দিনের পুত্র মো. আবদুল ওয়াহাব ছোটন (২২) ও কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া গ্রামের আমির হোসেনের পুত্র শামশুল আলম (২৩)। আহত আরোহীর নাম মো. ফারুক (১৮)। তিনিও রামুর গর্জনিয়া এলাকার মো. হোসেনের পুত্র।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রামুর দুই যুবক এবং বরইতলী ইউনিয়নের মধ্যম বানিয়ারছড়া মাহমুদ নগর গ্রামের আবদুল ওয়াহাব ছোটন সম্পর্কে আত্মীয়। তারা তিনজনই একই মোটর সাইকেলে চেপে যাচ্ছিলেন পার্শ্ববর্তী উপজেলা পেকুয়ায়। বাড়ি থেকে রওনা দিয়ে মহাসড়কে উঠে বানিয়ারছড়া স্টেশনের অদূরে পৌঁছলে পেছন থেকে একটি অজ্ঞাত ট্রাক মোটর সাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুই যুবক। আহত হন অপর যুবক।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহাসড়কের বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম। তিনি জানান, অজ্ঞাত ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী দুইজন নিহত এবং অপর আরোহী আহত হওয়ার খবর পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে ঘাতক অজ্ঞাত ট্রাকটি এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।
আমাদের পটিয়া প্রতিনিধি জানান, চট্টগ্রাম থেকে অফিস শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন চট্টগ্রাম জজ কোর্টের তরুণ আইনজীবী মফিজুল আলম (৩১)। কিন্তু পতিমধ্যে পিকনিক যাত্রীবাহী একটি মিনি বাসের ধাক্কায় তার মৃত্যু হয়। নিহত মফিজুল আলম চন্দনাইশ পৌরসভার মাছুম ফকির বাড়ির মৃত আবদুল আলীমের পুত্র। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া পৌরসদরের কাগজী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটর সাইকেল আরোহী মফিজুল আলম কাগজী পাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামমুখী দ্রুত গতির মিনি বাসটি সজোরে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেল আরোহী রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পিকনিক যাত্রীদের বহনকারী (চট্টমেট্টো জ-১১-০৬৪৩) মিনি বাসটি পটিয়া ট্রাফিক পুলিশ আটক করেছে। তবে ড্রাইভার পলাতক রয়েছে বলে জানায় পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধদেশে একদিনে সড়কে ঝরল ২০ প্রাণ
পরবর্তী নিবন্ধকাল নিলামে তোলা হচ্ছে ৫০ লট পণ্য