চকরিয়ায় টমটম চালককে ছুরিকাঘাতে হত্যা

চকরিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৮ জুন, ২০২১ at ৫:৪২ পূর্বাহ্ণ

চকরিয়ায় মোহাম্মদ ফারুক (২৮) নামে এক টমটম চালককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে নির্মাণাধীন রামপুর রেল স্টেশনের উত্তরে কাটাখালী ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। নিহত ফারুক উপজেলার কাকারা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের বার আউলিয়া নগর গ্রামের মোহাম্মদ নুরুর ছেলে। ঘটনাস্থল থেকে আলামত হিসেবে রক্তমাখা ছুরি, টমটম ও ২২০ টাকা জব্দ করা করেছে পুলিশ ।
পুলিশ সূত্রে জানা যায়, পৌনে বারোটার দিকে স্থানীয়রা ৯৯৯ এ ফোন করে অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে রয়েছে মর্মে খবর দেয়। এর পর চকরিয়া থানার একদল পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় পুলিশ লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একইসময়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা জনৈক সাহাব উদ্দিন নামক একজন রোগী তাকে (টমটম চালক) চিনতে পারেন এবং পরিচয় শনাক্ত করে পুলিশ।
এ ব্যাপারে চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, টমটম ছিনতাইয়ের উদ্দেশ্যে ফারুককে ছুরিকাঘাত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ধস্তাধস্তি এবং চিৎকারের কারণে আশপাশ থেকে লোক জড়ো হতে দেখে দুর্বৃত্তরা ফারুককে উপর্যপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
ওসি বলেন, নিহতের লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে। ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

পূর্ববর্তী নিবন্ধপারকি সৈকতে এত মাল্টা কোথা থেকে এলো জনমনে কৌতূহল
পরবর্তী নিবন্ধটুথব্রাশ দিয়ে চোখে আঘাত, আহত যুবকের মৃত্যু